

সিলেটের লালাখাল জিরো পয়েন্টে ঘুরতে গিয়ে পানিতে গোসলে নেমে নিখোঁজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে লালাখাল জিরো পয়েন্টে ঘুরতে গিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। এর তিন ঘণ্টা পর বিকেল ৪টার দিকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত ওই শিক্ষার্থীর নাম মুসআব আমীন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্থগিত হওয়া শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদে সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
তিনি বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র পানিতে ডুবে নিখোঁজ- এমন খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে পানি থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে। পরে আমরা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৪টা ৩৫ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
মন্তব্য করুন