বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি। ছবি : কালবেলা
বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি। ছবি : কালবেলা

বরিশালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মালিকানাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্লোবাল ইউনিভার্সিটি’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়। এরপরই বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে উপাচার্যের পদত্যাগসহ ৮ দফা দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষকরা।

৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, উপাচার্যের পদত্যাগ, ডেপুটি রেজিস্ট্রার নেয়ামুলের বরখাস্ত ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত কর্মচারীদের শাস্তি।

জানা গেছে, ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি বিভাগে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী রয়েছে। ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তার স্ত্রী আঞ্জুমান আরা নার্গিস পরিচালনা পর্ষদের চেয়ারপারসন। নগরীর শেরেবাংলা সড়কে দুটি ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম পরিচালনা করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া আইন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ থাকার পর বুধবার (১৪ আগস্ট) থেকে ক্লাস শুরু হয়। বৃহস্পতিবার দ্বিতীয় ভবনে আইন বিভাগের পরীক্ষা চলছিল। দুপুর ১২টার দিকে আকস্মিক শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণার নোটিশ দেওয়া হয়।’

তিনি বলেন, ‘ডেপুটি রেজিস্ট্রারের নেতৃত্বে কর্মচারীরা শিক্ষার্থীদের জোর করে শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়। তিনজন শিক্ষককে ভেতরে রেখে দ্বিতীয় ভবনটি তালা মেরে দেওয়া হয়। এ সময় কয়েকজন ছাত্রী শ্লীলতাহানির শিকার হন। এরপরই শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন।’

এ বিষয়ে জানতে চাইলে গ্লোবাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার একেএম এনায়েত হোসেন জানান, তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, যে, শিক্ষার্থীদের মধ্যে দুটি গ্রপ আছে। তাদের কারণে যেকোনো সময়ে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। এই আশঙ্কায় সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

কে এই তামিম রহমান?

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

১০

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১১

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

১২

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

১৩

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

১৪

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১৫

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১৬

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

১৭

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

১৮

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

১৯

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

২০
X