বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৪, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি। ছবি : কালবেলা
বরিশালে গ্লোবাল ইউনিভার্সিটি। ছবি : কালবেলা

বরিশালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের মালিকানাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্লোবাল ইউনিভার্সিটি’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়। এরপরই বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে উপাচার্যের পদত্যাগসহ ৮ দফা দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষকরা।

৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার, উপাচার্যের পদত্যাগ, ডেপুটি রেজিস্ট্রার নেয়ামুলের বরখাস্ত ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত কর্মচারীদের শাস্তি।

জানা গেছে, ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি বিভাগে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী রয়েছে। ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তার স্ত্রী আঞ্জুমান আরা নার্গিস পরিচালনা পর্ষদের চেয়ারপারসন। নগরীর শেরেবাংলা সড়কে দুটি ভাড়া করা ভবনে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম পরিচালনা করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া আইন বিভাগের শিক্ষার্থী হাসিবুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ থাকার পর বুধবার (১৪ আগস্ট) থেকে ক্লাস শুরু হয়। বৃহস্পতিবার দ্বিতীয় ভবনে আইন বিভাগের পরীক্ষা চলছিল। দুপুর ১২টার দিকে আকস্মিক শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণার নোটিশ দেওয়া হয়।’

তিনি বলেন, ‘ডেপুটি রেজিস্ট্রারের নেতৃত্বে কর্মচারীরা শিক্ষার্থীদের জোর করে শ্রেণিকক্ষ থেকে বের করে দেয়। তিনজন শিক্ষককে ভেতরে রেখে দ্বিতীয় ভবনটি তালা মেরে দেওয়া হয়। এ সময় কয়েকজন ছাত্রী শ্লীলতাহানির শিকার হন। এরপরই শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করেন।’

এ বিষয়ে জানতে চাইলে গ্লোবাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার একেএম এনায়েত হোসেন জানান, তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, যে, শিক্ষার্থীদের মধ্যে দুটি গ্রপ আছে। তাদের কারণে যেকোনো সময়ে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। এই আশঙ্কায় সাময়িকভাবে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন আছেন ইমরান খান, সাক্ষাতের পর জানালেন বোন উজমা

মোদিকে ধন্যবাদ জানাল বিএনপি

৮ কুকুরছানা হত্যায় মামলা প্রস্তুতি, বাসভবন ছাড়লেন অভিযুক্ত কর্মকর্তা

নারায়ণগঞ্জ-৫ / মাসুদুজ্জামানের ক্যানভাসে জনতার প্রত্যাশা

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা চলবে বুধবার

নরসিংদীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে হত্যা

টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক

জুলাই গণ-অভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ

খালেদা জিয়াকে দেখে এসে যা বললেন জামায়াত আমির

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিনতাই

১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিভাইডারের গ্রিল ভেঙে ঝুঁকি নিয়ে পারাপার

১১

৮ কুকুরছানাকে হত্যা, ইউএনও কার্যালয়ের সামনে দাঁড়িয়ে মা কুকুর

১২

অন্তঃসত্ত্বা নারীসহ ৬ ভারতীয় নাগরিকের জামিন

১৩

খালেদা জিয়া ভারতের চোখে চোখ রেখে কথা বলা শিখিয়েছেন : রাশেদ

১৪

২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন সভাপতি

১৫

নতুন বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে কর্মসূচি ঘোষণা

১৬

‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা দেশপ্রেমিক হতে পারে না’

১৭

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা উত্তর ছাত্রদলের দোয়ার আয়োজন

১৮

জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আলী হোসাইন, মহাসচিব মোস্তাফিজুর

১৯

সাতক্ষীরায় শিক্ষকদের কর্মবিরতি, সংঘর্ষের ছবি নেওয়ায় শিক্ষার্থীদের মারমুখী আচরণ

২০
X