অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটির ভিসি মো. হুমায়ুন কবীর পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) রাত ১১টায় আন্দোলনের মুখে পদত্যাগপত্র দাখিল করতে বাধ্য হন তিনি।
এর আগে, মঙ্গলবার সকাল থেকে প্রাইম ইউনিভার্সিটিতে ভিসির অপসারণ দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালটির গেটে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এদিন বিক্ষোভে শিক্ষার্থীরা ‘হই হই রই রই ভিসি স্যার গেল কৈ’, ‘তোমার দাবি আমার দাবি মানতে হবে মানতে হবে’, ‘চাই না চাই না অবৈধ ভিসি চাই না’, ‘দফা এক দাবি এক ভিসি স্যারের পদত্যাগ’, ‘এই মুহূর্তে গদি ছাড়, অবৈধ ভিসি স্যার’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, প্রাইম ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। রাজধানী ঢাকার মিরপুরের মাজার রোডের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস রয়েছে। এটি বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়, যেখানে এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ বিনা বেতনে পড়ানো হয়।
মন্তব্য করুন