খুব প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করল খুবি

ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন খুবির ইংরেজি ডিসিপ্লিন। ছবি : কালবেলা
ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন খুবির ইংরেজি ডিসিপ্লিন। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ক্লাস শুরুর প্রথম দিনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিল এর আয়োজন করে ইংরেজি ডিসিপ্লিন। রোববার (১ সেপ্টেম্বর) ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এ আয়োজন করা হয়।

ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. শাহজাহান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়ার পাশাপাশি বন্যার্তদের সহযোগিতার জন্য অনুদান সংগ্রহ ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বক্তব্যে তিনি বলেন, ছাত্রজনতার জীবনের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি তা রক্ষার জন্য সবসময় সচেষ্ট থাকতে হবে। প্রশাসনকে অনুরোধ জানাবো- এই মুক্তিযুদ্ধে যারা শহীদ এবং আহত হয়েছে তার তালিকা প্রস্তুত করতে হবে এবং তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ রোডম্যাপ তৈরি করতে হবে। আমাদের ছাত্র মুগ্ধের পানি নিয়ে দৌড়ানো বা আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো স্মরণ করিয়ে দেয় আবার কোনো স্বৈরশাসক এদেশের পতাকা খামছে ধরলে আমরা অধিকারের জন্য দাঁড়াবো।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ সুমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ও খুলনার অন্যতম সমন্বয়ক আয়মান আহাদ।

আয়মান আহাদ বলেন, আমরা গত জুলাইয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তা এখনও ঘুমাতে গেলে চোখে ভাসে। মনে রাখতে হবে, এই স্বাধীনতার বিরুদ্ধে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র অব্যহত রয়েছে। সবাইকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা সবাই যেহেতু স্টেকহোল্ডার, এই দেশের পুনর্গঠনে সকল সিস্টেমকে সহযোগিতা করতে হবে।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, প্রফেসর মো. সামিউল হক। তিনি বলেন, অর্জিত স্বাধীনতা রক্ষা এবং এর সুফল পাওয়ার জন্য সকল পর্যায়ে চেষ্টা অব্যাহত রাখতে হবে।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী খালিদ মাহমুদ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রেদওয়ানুল হক রাদ। দোয়া মাহফিলে বিভিন্ন বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

দোয়া অনুষ্ঠান শেষে দেশের বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয় এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। তারা বন্যাদুর্গত অঞ্চলে মেডিকেল ক্যাম্প এবং পূণর্বাসন নিয়ে কাজ করার ব্যাপারে প্রাথমিক আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৩ দলের ১৫ নেতাকর্মী

ফিক্সিং কেলেঙ্কারিতে শ্রীলঙ্কায় বাংলাদেশি–বংশোদ্ভূত ব্রিটিশের কারাদণ্ড

ইরানে আরও এক নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যারা অন্যায় করেনি আমরা তাদের বুকে টেনে নেব : মির্জা ফখরুল

হায়ার বাংলাদেশের জাঁকজমকপূর্ণ পার্টনার কনভেনশন অনুষ্ঠিত

২২ বছর পর রাজশাহীতে আসছেন তারেক রহমান

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রার্থীর মেয়ের ওপর হামলায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ

দুর্নীতিবাজকে ভোট  দিয়ে সুশাসনের স্বপ্ন দেখাই আত্মপ্রবঞ্চনা

খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থক নিহত

১০

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

১১

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১২

ধর্মেন্দ্র পাচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণ

১৩

হজের কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানালেন ধর্ম উপদেষ্টা

১৪

বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর

১৫

বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

একই দলের প্রার্থী হয়ে লড়ছেন মামা-ভাগনে

১৭

নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে শান্তি ফেরাব : মির্জা ফখরুল

১৮

বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ

১৯

নির্বাচনে বিএনপিকে দুটি চ্যালেঞ্জ নিতে হচ্ছে : রবিউল আলম

২০
X