খুব প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করল খুবি

ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন খুবির ইংরেজি ডিসিপ্লিন। ছবি : কালবেলা
ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন খুবির ইংরেজি ডিসিপ্লিন। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ক্লাস শুরুর প্রথম দিনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিল এর আয়োজন করে ইংরেজি ডিসিপ্লিন। রোববার (১ সেপ্টেম্বর) ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে এ আয়োজন করা হয়।

ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. শাহজাহান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়ার পাশাপাশি বন্যার্তদের সহযোগিতার জন্য অনুদান সংগ্রহ ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বক্তব্যে তিনি বলেন, ছাত্রজনতার জীবনের বিনিময়ে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি তা রক্ষার জন্য সবসময় সচেষ্ট থাকতে হবে। প্রশাসনকে অনুরোধ জানাবো- এই মুক্তিযুদ্ধে যারা শহীদ এবং আহত হয়েছে তার তালিকা প্রস্তুত করতে হবে এবং তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ রোডম্যাপ তৈরি করতে হবে। আমাদের ছাত্র মুগ্ধের পানি নিয়ে দৌড়ানো বা আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো স্মরণ করিয়ে দেয় আবার কোনো স্বৈরশাসক এদেশের পতাকা খামছে ধরলে আমরা অধিকারের জন্য দাঁড়াবো।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদ সুমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইংরেজি ডিসিপ্লিনের শিক্ষার্থী ও খুলনার অন্যতম সমন্বয়ক আয়মান আহাদ।

আয়মান আহাদ বলেন, আমরা গত জুলাইয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তা এখনও ঘুমাতে গেলে চোখে ভাসে। মনে রাখতে হবে, এই স্বাধীনতার বিরুদ্ধে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র অব্যহত রয়েছে। সবাইকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা সবাই যেহেতু স্টেকহোল্ডার, এই দেশের পুনর্গঠনে সকল সিস্টেমকে সহযোগিতা করতে হবে।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, প্রফেসর মো. সামিউল হক। তিনি বলেন, অর্জিত স্বাধীনতা রক্ষা এবং এর সুফল পাওয়ার জন্য সকল পর্যায়ে চেষ্টা অব্যাহত রাখতে হবে।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী খালিদ মাহমুদ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রেদওয়ানুল হক রাদ। দোয়া মাহফিলে বিভিন্ন বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

দোয়া অনুষ্ঠান শেষে দেশের বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয় এবং উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। তারা বন্যাদুর্গত অঞ্চলে মেডিকেল ক্যাম্প এবং পূণর্বাসন নিয়ে কাজ করার ব্যাপারে প্রাথমিক আলোচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে, ডিমলার বন্যা রক্ষা বাঁধ ঝুঁকিতে

০৬ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

তিস্তার পানির তোড়ে ভেঙে যেতে পারে ফ্লাইড বাইপাস সড়কটি

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ

বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে রয়েছে : নীরব

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

ছক্কার ঝড় তুলে ম্যাচসেরা সাইফের মুখে আত্মবিশ্বাসের কথা

আফগানদের হোয়াইটওয়াশ করে তৃপ্ত জাকের

আবারও ভারতের কাছে কুপোকাত পাকিস্তান

১০

সাবেক যুবদল নেতার উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার 

১১

আজ কোজাগরী লক্ষ্মীপূজা

১২

কাশিয়ানীতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

১৩

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা

১৪

নির্বাচনের জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি : লায়ন ফারুক 

১৫

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৬

আফগানদের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

১৭

বৃষ্টিসহ আগামী ৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ও কার্টিন ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর

১৯

স্মার্ট কার্ডের সংকট কাটাতে আসছে ‘ব্ল্যাংক কার্ড’

২০
X