যুক্তরাষ্টের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. তৌহিদুল ইসলাম। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন ছাত্র ছিলেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বসেরা এই প্রতিষ্ঠানে টেনিউর ট্র্যাক (স্থায়ী) পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহীর দক্ষ শিক্ষাব্যক্তিত্ব তৌহিদুল ইসলাম। তৌহিদুল রোগনির্ণয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন।
দূতাবাসের পোস্টে বলা হয়েছে, স্বাস্থ্যসেবার ফলাফল বাড়াতে এআই ব্যবহার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে তার কাজ সবচেয়ে বেশি এগিয়ে আছে। পোস্টে আরও বলা হয়েছে, বৈশ্বিক শিক্ষামঞ্চে বাংলাদেশের জন্য এটি এক গর্বের মুহূর্ত।
প্রসঙ্গত, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুসারে পৃথিবীর সেরা সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েক বছর ধরেই আছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়।
মন্তব্য করুন