রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. জাওয়াদুল হক। তিনি রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ছিলেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য তাকে বিশ্ববিদ্যালয়টির ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তিনি ভিসি হিসেবে যোগদান করেন।
এর আগে অধ্যাপক ডা. জাওয়াদুল হক রামেবির প্রিভেন্টিভ ও সোশ্যাল মেডিসিন অনুষদের প্রতিষ্ঠাতা ডিনের দায়িত্ব পালন করেছেন। কিছুদিন রাজশাহী ইসলামী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ছিলেন।
এ ছাড়া সিন্ডিকেট সদস্য, নিয়োগ কমিটির সদস্য, সংবিধি কমিটি ও ক্রয় কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে কলেজ পরিদর্শক এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেছেন। অধিভুক্ত প্রতিষ্ঠান পরিদর্শনের ৬৯টি কমিটির আহ্বায়ক ছিলেন জাওয়াদুল হক।
উপাচার্য হিসেবে যোগদানের পর পরই তাকে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী, রাজশাহী হেলথ টেকনোলজির শিক্ষক, রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও রামেবির কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন