চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

চাঁবিপ্রবিতে উপাচার্য নিয়োগের সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। আগামী তিন কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান বলেন, গত ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সাবেক উপাচার্য নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির প্রায় ২৮ দিন পেরিয়ে গেলেও এখনও উপাচার্য নিয়োগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক, প্রশাসনিক ও ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। এতদিন ধরে ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের চরম সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরতে চান।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় নতুন ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে। যার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। যত দ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হোক। এ বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে কোনো অগ্রগতি না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন শিক্ষার্থীরা।

চাঁবিপ্রবি আরেক শিক্ষার্থী ফারুক ই আজম বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ক্লাসে বসতে পারছে না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকায় গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে সুযোগপ্রাপ্ত ২০২৩- ২৪ সেশনের শিক্ষার্থীরা এখনও ভর্তি হতে পারেনি। যার কারণে তাদের শিক্ষাজীবন এক প্রকার হুমকির মধ্যে রয়েছে। প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিয়োগ সম্পন্ন হয়েছে। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখনও হয়নি।

তিনি বলেন, উপাচার্য এবং রেজিস্ট্রার না থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে আছে। তাই আমরা চাই আগামী তিন কর্মদিবসের মধ্যে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যথাযোগ্য একজনকে উপাচার্য হিসেবে অতিদ্রুত নিয়োগ দেওয়া হোক। অন্যথায় আমরা সামনে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

এসিআই মটরসে চাকরির সুযোগ

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

১০

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

১১

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১২

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১৩

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১৫

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৬

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৭

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৮

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৯

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

২০
X