বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

চাঁবিপ্রবিতে উপাচার্য নিয়োগের সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার নিয়োগের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। আগামী তিন কর্মদিবসের মধ্যে উপাচার্য নিয়োগ না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সিয়াম হোসেন খান বলেন, গত ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সাবেক উপাচার্য নাছিম আখতারকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির প্রায় ২৮ দিন পেরিয়ে গেলেও এখনও উপাচার্য নিয়োগ না দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক, প্রশাসনিক ও ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। এতদিন ধরে ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের চরম সমস্যা হচ্ছে। শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরতে চান।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকায় নতুন ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে। যার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। যত দ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হোক। এ বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে কোনো অগ্রগতি না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন শিক্ষার্থীরা।

চাঁবিপ্রবি আরেক শিক্ষার্থী ফারুক ই আজম বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ক্লাসে বসতে পারছে না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকায় গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে সুযোগপ্রাপ্ত ২০২৩- ২৪ সেশনের শিক্ষার্থীরা এখনও ভর্তি হতে পারেনি। যার কারণে তাদের শিক্ষাজীবন এক প্রকার হুমকির মধ্যে রয়েছে। প্রায় সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের নিয়োগ সম্পন্ন হয়েছে। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ এখনও হয়নি।

তিনি বলেন, উপাচার্য এবং রেজিস্ট্রার না থাকায় বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে আছে। তাই আমরা চাই আগামী তিন কর্মদিবসের মধ্যে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যথাযোগ্য একজনকে উপাচার্য হিসেবে অতিদ্রুত নিয়োগ দেওয়া হোক। অন্যথায় আমরা সামনে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

বিএনপি নেতাকে কোপাল যুবলীগ নেতা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী হাটহাজারী বিমানবন্দর

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

১০

ডাকসু নির্বাচন / ১৩২ শিক্ষার্থীকে খাওয়ালেন প্রার্থী, রিটার্নিং কর্মকর্তা বললেন আচরণবিধি লঙ্ঘন

১১

সাদাপাথর লুটপাট নিয়ে সিলেটে গণশুনানি

১২

একাধিক উপকারিতা কাঠবাদামের, যাদের জন্য ক্ষতিকর

১৩

একই দিনে দুইবার পরিবর্তন, রাকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ

১৪

পারকি সৈকতের কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ

১৫

জয়পুরহাটে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

১৬

হিসাব মহানিয়ন্ত্রকের নামে প্রতারণা, সতর্ক থাকার নির্দেশ

১৭

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

১৮

ভারতের ছাড়া পানি থেকে বাঁচতেই বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান!

১৯

সিলেটে পানির জন্য হাহাকার, সড়ক অবরোধ

২০
X