বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২
ইবি প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ইবি শিক্ষার্থীর ওপর হামলাকারীদের বিচারের দাবি

ইবি শিক্ষার্থী মশিউর রহমানের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : কালবেলা
ইবি শিক্ষার্থী মশিউর রহমানের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি : কালবেলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর রহমানের ওপর হামলার ঘটনায় মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান। এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে টিউশনি থেকে ক্যাম্পাসে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় মারাত্নক জখম হন মশিউর।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইটসহ সহ-সমন্বয়ক এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ঝিনাইদহের আরাপপুরে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা এ ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহত শিক্ষার্থীর চিকিৎসার খরচ বহন এবং বিষয়টির সার্বিক তদারকির দাবি জানান তারা।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে টিউশন শেষ করে ক্যাম্পাসে আসার জন্য ঝিনাইদহের আরাপপুরে বাসের জন্য অপেক্ষা করছিলেন মশিউর। সেখানে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। তাদের একটি পক্ষ মশিউরকে প্রতিপক্ষ ভেবে তার ওপর অস্ত্রসহ হামলা করে। এ সময় মশিউরের হাঁটুর নিচে ধারালো চাপাতি দিয়ে আঘাত করা হয়। এছাড়াও হাতের কবজি, কনুই ও পাসহ তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। পরে পথচারীরা তাকে আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে অন্তত ত্রিশটির বেশি সেলাই দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি বলেন, শিক্ষার্থীকে হামলার বিষয়টি জেনেছি। স্থানীয় দুপক্ষের সংঘর্ষের মধ্যে সে পড়ে যায়। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডন থেকে দেশের পথে তারেক রহমান

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ

অবসরকালীন ছুটিতে দুলাল মাহমুদ

অবসরকালীন ছুটিতে দুলাল মাহমুদ

দুটি সরকারি, দুটি বেসরকারি / কোয়ার্টারে বাংলাদেশের চার জুটি

তারেক রহমানের জন্য মসজিদ-মাদ্রাসায় দোয়ার আহ্বান কায়কোবাদের

নতুন দায়িত্ব পেলেন আলী রীয়াজ

জবির ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ ডিসেম্বর

ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি

হাতে বিষ, শরীরে কাফনের কাপড় জড়িয়ে সাংবাদিকের কর্মসূচি

১০

রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচন / দ্বিতীয় দফার ভোট ২ জানুয়ারি ঢাকায়, ব্যালট বাক্স রাখা হয়েছে থানায়

১১

সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদে মানববন্ধন

১২

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৩

সিলেট-২ আসনে বিএনপির চূড়ান্ত টিকেট পেলেন ইলিয়াসপত্নী লুনা

১৪

মগবাজারে বোমা হামলায় নিহত যুবকের পরিচয়

১৫

দেশের পথে সপরিবার হিথরো বিমানবন্দরে তারেক রহমান

১৬

বিএনপিতে যোগ দিয়েই ‘ধানের শীষ’ পেলেন এনপিপির ফরহাদ

১৭

বিপিআইএর সভাপতি মোশারফ, মহাসচিব সাফির

১৮

সিডিএতে নকশা অনুমোদনে ৫০ লাখ টাকা ঘুষের অভিযোগ, দুদকের অভিযান

১৯

বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

২০
X