নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

মাছ-মাংসের তরকারিতে মিলল চিড়া-পাউরুটি

মাছ-মাংসের তরকারির ঝোল ঘন করতে চিড়া-পাউরুটি। ছবি : কালবেলা
মাছ-মাংসের তরকারির ঝোল ঘন করতে চিড়া-পাউরুটি। ছবি : কালবেলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিংয়ে মাছ-মাংসের তরকারির ঝোল ঘন করতে চিড়া ব্যবহারের অভিযোগ উঠেছে।

সোমবার (১১ নভেম্বর) রান্না করার সময় ডাইনিং পরিচালক নাজমুল এবং বাবুর্চিকে হাতেনাতে ধরে শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে এসে হাউস টিউটর তারিফুল ইসলাম তরকারিতে মেশানোর জন্য রাখা চিড়া এবং আগের দিনের বাসি খাবার উদ্ধার করেন। এ ছাড়াও অপরিষ্কার ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার প্রত‍্যক্ষ প্রমাণ পান হাউজ টিউটর এবং শিক্ষার্থীরা। এর আগেও একাধিকবার মাছ-মাংসের তরকারিতে পাউরুটি পাওয়ার অভিযোগ করেছিল শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হলের ডাইনিংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ফেলে রাখা হয়েছে রান্নার উপকরণসহ সবজি-তরকারি এবং বাসনপত্র। খাবারে হরহামেশাই পাওয়া যায় পোকামাকড়, কীটপতঙ্গ, যা স্বাস্থ্যঝুকি বহুগুণে বাড়িয়ে দেয়।

হলের আবাসিক শিক্ষার্থী অপূর্ব জানান, শুধু চিড়া নয়, ঝোল ঘন করতে কখনো আটা-পাউরুটিও মেশায় ডাইনিং কর্তৃপক্ষ। আর এসব খাবার খেয়েই অনেকে ডায়রিয়া-বদহজম, পেটে ব্যথাসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে এর আগেও অভিযোগ দেওয়া হয়েছে কিন্তু খাবারের মানে কোনো পরিবর্তন আসেনি।

এ ব্যাপারে ডাইনিং পরিচালক নাজমুল হাসান জানান, চিড়াটা খাওয়ার জিনিস। এটি বাজে জিনিসও না, বিষাক্ত জিনিসও না। আর চিড়া মেশানো হলে তরকারির স্বাদেরও কোনো পরিবর্তন হয় না। শুধু ঝোল ঘন করতে দেওয়া হতো। আর একদিন আগের একেবারে বাজে খাবারটা আমরা দেই না। যেটা চালানো যায়, সেটাই পরদিন ব্যবহার করি।

বঙ্গবন্ধু হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, হলের ডাইনিংয়ে তরকারির ঝোল ঘন করতে চিড়া ব্যবহার এবং বাসি খাবার পরিবেশনের ঘটনায় ডাইনিং পরিচালককে শেষ বারের মতো সর্তক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাবুর্চিকে সার্বক্ষণিক তদারকির দায়িত্ব দেয়া হয়েছে। আবারও এ ধরনের অভিযোগ পেলে দ্রুততম সময়ে ডাইনিং পরিচালক পরিবর্তন করা হবে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উপ-প্রধান মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, চিড়া ও পাউরুটি খাবার জিনিস হলেও, তরকারিতে মেশানো হলে এর গুণাগুণ অক্ষুণ্ণ থাকে না। ফলে খাবার পরিপাকেও সমস্যা দেখা দিতে পারে। আর খাবার যতোই পুষ্টিমান সম্পন্ন হোক, এক রাতের বেশি কখনো এক্সটেনশন করা যাবে না। সেই সঙ্গে খাবার ঢেকে রেখে পরিবেশন করতে হবে, নাহলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জাপার অফিস ভাঙচুর

গণঅধিকার পরিষদের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

১০

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

১১

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১২

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৩

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১৪

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৫

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

১৬

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১৭

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১৮

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১৯

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

২০
X