ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পয়লা অগ্রহায়ণে ঢাবিতে নবান্ন উৎসবের আমেজ

পয়লা অগ্রহায়ণে ঢাবিতে নবান্ন উৎসবের আমেজ। ছবি : কালবেলা
পয়লা অগ্রহায়ণে ঢাবিতে নবান্ন উৎসবের আমেজ। ছবি : কালবেলা

পয়লা অগ্রহায়ণে নবান্নের হাওয়া এলেই নতুন ধানের ঘ্রাণে মেতে ওঠে গ্রাম বাংলার প্রতিটি প্রান্তর। এ সময় নতুন চালের পিঠা উৎসব ও গান-বাদ্য বাজানোসহ নানা আয়োজনে স্বাগত জানানো হয় সমৃদ্ধিকে। এর অংশ হিসেবে তরুণ প্রজন্মের মাঝে শেকড়ের আনন্দ ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয় নবান্ন উৎসবের।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় বাঁশি বাজার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা, চলে রাত পর্যন্ত। পিঠাপুলি, বাহারি পোশাক, রঙিন সজ্জায় বাঁশির মায়াবী ধ্বনি, নাচ, গান আর আবৃত্তিতে অগ্রহায়ণের প্রথম সকালে চারুকলার বকুলতলা মুখর হয়ে উঠে। দিনব্যাপী সমগ্র চারুকলা অঙ্গনে যেন আনন্দ উৎসবের ঢেউ বয়ে যায়।

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজন করা হয় এ উৎসবের। অনুষ্ঠানকে দুই ভাগে ভাগ করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে প্রথম ভাগের আনুষ্ঠানিকতা। দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে দ্বিতীয় ভাগের পরিবেশনা। বিভিন্ন সংগঠন তাদের পরিবেশনা উপস্থাপন করে।

অন্যদিকে, ‘বাংলার আদি নববর্ষ’ এই নবান্ন উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য। টিএসসির পায়রা চত্ত্বরে বিকেল ৩টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলে এই আয়োজন।

দেশের বিখ্যাত কবি আব্দুল হাই শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন। বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আহবায়ক মৃন্ময় মিজানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আবৃত্তিশিল্পী ও গবেষক নাসিম আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. শহীদুল জাহীদ। বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের নির্বাহী সদস্য এস এম বিপাশ আনোয়ার স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জোটভুক্ত বিভিন্ন দলের পরিবেশনার পাশাপাশি দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবৃতি, গান, নৃত্য, নাটিকা, পালা গান, পুঁথি পাঠ ও জাদু পরিবেশন করেন। এসব পরিবেশনার সাথে আকর্ষণীয় প্রদর্শনী ছিলো জুলাই বিপ্লবের উপর ভিত্তি করে বিশেষ তথ্যচিত্র ‘সব মনে রাখা হবে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর চারঘাটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি

ফেব্রুয়ারিতে নির্বাচন রোধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে : নীরব

মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার ভিডিও নিয়ে জানা গেল সত্য ঘটনা

চিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনে স্বতন্ত্র নীতিমালার দাবি

রাতে জামিনে কারামুক্ত হলেন শমী কায়সার

ঢাকায় ‘কমনওয়েলথ অ্যালামনাই প্রদর্শনী ও নেটওয়ার্কিং সন্ধ্যা’ অনুষ্ঠিত

‘ভোলাগঞ্জ থেকে লুট করা’ পাথর ডেমরায় উদ্ধার

আনুষ্ঠানিকভাবে আলাদা হল ঢাবি-সাত কলেজ

রাতে স্মার্টফোনের আসক্তি সহজেই দূর করুন

গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ : আমিনুল

১০

বাড়ির মালিককে থাপ্পড় দিয়ে ডাকাত — ‘ঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’

১১

হাঁসের মাংস থেকে দূরে থাকবেন যারা

১২

ধানমন্ডি ৩২ নম্বরে এসে যুবকের ভিডিও কল, আ.লীগ সন্দেহে গণপিটুনি

১৩

আগস্টের প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৮ কোটি ৮০ লাখ ডলার 

১৪

জন্মাষ্টমীর শোভাযাত্রা : চট্টগ্রামে যেসব সড়কে চলতে মানা

১৫

টেকসই শান্তি প্রতিষ্ঠায় কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিলউদ্দিনের

১৬

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

১৭

জাহাঙ্গীরনগরে নতুন মোড়কে ফিরছে ‘পোষ্য কোটা’

১৮

‘যারা স্বাধীন দেশ চায়নি, তাদের এখন বড় গলা’

১৯

পাথর লুটের পর ঘুম ভাঙল সবার, এখন পর্যন্ত উদ্ধার কত

২০
X