হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

হাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদের নতুন ডিন ড. কামরুল

অধ্যাপক ড. এসএম কামরুল হাসান। ছবি : সংগৃহীত
অধ্যাপক ড. এসএম কামরুল হাসান। ছবি : সংগৃহীত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম কামরুল হাসান।

হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যার অনুমোদনক্রমে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশ অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন পদে অধিষ্ঠিত এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মফিজউল ইসলামের ডিন পদের কার্যকাল ১৮ নভেম্বর শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইনের ২৩ (৫) ধারা মূলে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকগণের মধ্য থেকে আবর্তনক্রম অনুযায়ী ১৯ নভেম্বর থেকে পরবর্তী ২ বছরের জন্য ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম কামরুল হাসানকে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন পদে নিয়োগ দেওয়া হয়।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. এসএম কামরুল হাসান কালবেলাকে বলেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষা কার্যক্রম আরও ত্বরান্বিত করার চেষ্টা করবো, বিশেষ করে সেশনজট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করবো। এ ছাড়াও মাননীয় উপাচার্য মহোদয়ের সঙ্গে আলোচনা করে অনুষদে শিক্ষক সংকট নিরসনের উদ্যোগ নেব। আমার ডিন থাকাকালীন সময়ে অনুষদে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করার পরিকল্পনাও রয়েছে। অনুষদের গবেষণা কার্যক্রম কীভাবে আরও বৃদ্ধি করা যায় সেটা নিয়েও কাজ করবো।

ড. এসএম কামরুল হাসান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ২০০৪ সালে ফুড টেকনোলজিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ফুড টেকনোলজিতে ২০১১ সালে বেলজিয়ামের গেন্ট ইউনিভার্সিটি এবং ক্যাথলিক ইউনিভার্সিটি অফ লিউভেন থেকে আবার স্নাতকোত্তর এবং ২০১৬ সালে ইতালির ফ্রি ইউনিভার্সিটি অফ বলজানো থেকে এই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০৭ সালে বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১১ সালে সহকারী অধ্যাপক, ২০১৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২০ সালে অধ্যাপক এ পদোন্নতি লাভ করেন। ২০২২ সালের ২৩ আগস্ট থেকে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন

এনআইডি পেয়ে সেই জসিম বললেন, ‘অবিস্মরণীয় মুহূর্ত’

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ দিলেন পরিচালক

স্বামীসহ ২ ডজন মামলার আসামি শিপরা গ্রেপ্তার

জানা গেল শহিদুল আলমের সবশেষ অবস্থা

ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুমার দিন যে সময়ে দোয়া করলে আল্লাহ মনের চাহিদা পূরণ করেন

শেরপুরে স্কুল মাঠে মেলার আয়োজন, ক্ষোভে ফুঁসছেন তরুণরা 

অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ উদ্যোক্তা

ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা, গুনতে লাগল ৫ ঘণ্টা 

১০

১০ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে 

১২

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

গাজা চুক্তিকে ইরান হামলার সঙ্গে যুক্ত করলেন ট্রাম্প

১৪

১০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৫

নোয়াখালী বিভাগ চেয়ে ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি

১৬

কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদ

১৭

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

১৮

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

১৯

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

২০
X