ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদ ঢাবি সাদা দলের

ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন। ছবি : কালবেলা
ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন। ছবি : কালবেলা

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন এবং তারেক রহমান ও ড. জুবায়দা রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাতপন্থি শিক্ষকদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।

বৃহস্পতিবার দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, সাগর-রুনির হত্যা মামলা ১০০ বার পিছানোর পরেও তারা তফসিল দিতে পারেনি। অথচ, তারেক রহমানের মামলাটা হঠাৎ করেই মাত্র ১৬ কার্যদিবসে ৪২ জন সাক্ষী দিয়ে আদালত বসিয়ে তাদের ফরমায়েশি রায় হিসেবে তারেক রহমানকে ৯ বছরের সাজা তার স্ত্রীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে। মাশাল্লাহ তারা তাদের কাজে সফলতা আনতে পেরেছে।

তিনি আরও বলেন, আওয়ামী সরকার ও তার সহযোগীরা মালয়েশিয়ায় তাদের সেকেন্ড হোম তৈরি করেছে। বেগম পাড়া তৈরি করেছে। লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। তারা ভেবেছে তারা এভাবেই চলতে পারবে। কিন্তু বাংলাদেশের জনগণ কোনো অন্যায়কে কখনো দীর্ঘজীবী করেনাই। যতই পরিকল্পনা করেন না কেন একটা সময় আপনাকে আত্মসমর্পণ করতে হবে।

সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, আমরা প্রহসনের নির্বাচন আর দেখতে চাইনা। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সেই ৫২ সাল থেকে মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিবেকের তাড়না থেকে এখানে দাড়িয়েছে৷ আমরা সরকারকে বলতে চাই, ২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি এই দেশের মানুষ দেখতে চায়না। স্পষ্ট ভাবে বলে দিতে চাই আপনাদের এই প্রহসনের নির্বাচন মানুষ মেনে নিবেনা। ইতোমধ্যেই আপনারা স্বাধীন বাংলাদেশকে বিশ্ব দরবারে অপমানের জায়গায় নিয়ে গেছেন। আপনারা অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। না হলে এইদেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের ক্ষমতাচ্যুত করবে। আমরা প্রত্যাশা করি আপনারা জনগণের মনের কথা উপলব্ধি করবেন।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. লুৎফর রহমান বলেন, আজকের প্রেক্ষাপটে এই দাবিটি কোন বিশেষ দলের নয়। দাবিটি এখন গণ মানুষের দাবিতে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাড়য়েই আমরা মানুষের এই যৌক্তিক দাবিতে দাড়িয়েছি। অগণতান্ত্রিক সরকারের সবধরনের আচরণ এই সরকারের মধ্যে দেখা যায়। ২০০৮ সালের নির্বাচন ছিল একটি পাতানো নির্বাচন। আমরা প্রত্যাশা করি সরকার জনগণের এই ন্যায্য দাবি পূরণ করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবেন৷ তা না হলে জনগণ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের অধিকার আদায় করে নিবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সেই দাবির সঙ্গে একাত্মতা পোষণ এই আন্দোলনে শামিল হবে।

এ সময় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাদা দলের বিজনেস স্টাডিজ অনুষদের আহ্বায়ক অধ্যাপক শহীদুল ইসলাম জাহিদ, ড. রুহুল আমিন, অধ্যাপক ইয়ালুল কবির, সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সব সরকারি কলেজে নতুন কর্মসূচি ঘোষণা

বর্ণাঢ্য আয়োজনে স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে নবীনবরণ

খুলনা সদর আসনে ধানের শীষের দাবিদার যারা

দিনদুপুরে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

প্ল্যান গণমাধ্যম পুরস্কার পেলেন কালবেলার জাফর ইকবাল

কুয়াকাটায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল

এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের তারিখ জানাল শিক্ষা বোর্ড

রামাল্লায় পৌঁছেছে ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাস

রাকসু নির্বাচন  / ‘আকাশকুসুম’ ইশতেহারে ভোটার টানার চেষ্টায় প্রার্থীরা

১০

বিইউবিটিতে শিক্ষক দিবস উদযাপন

১১

সুন্দর সমাজ গঠনে সৃজনশীলতাকে প্রাধান্য দিতে হবে : সাদিক কায়েম

১২

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

১৩

ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিল ফিলিস্তিনি যোদ্ধারা

১৪

নবীনদের বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয়

১৫

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবি শাখার ২ নেতা গ্রেপ্তার

১৬

স্পিড স্কেটিংয়ে জোড়া স্বর্ণপদক জিতলেন পৃথিবী

১৭

এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে : সারজিস

১৮

একটি দল চাঁদাবাজকে ফুল দিয়ে বরণ করেছে : স্বেচ্ছাসেবক দলের সভাপতি

১৯

প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিলেন তারেক রহমান

২০
X