জবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

জবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর   

জাবির সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। ছবি : কালবেলা
জাবির সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, সাংবাদিক প্রতিনিধিদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে আসতে হবে। সংবাদ কোনো পক্ষের পক্ষে বা বিপক্ষে যাবে কি না তা বিবেচনার বিষয় নয়; বরং এটি সত্য ও স্বচ্ছতার প্রতিফলন হওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সাংবাদিক সমিতির সদ্যবিদায়ী সভাপতি মাহমুদুল হাসান তানভীরের সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন। তিনি বলেন, যারা নতুন দায়িত্ব এসেছে তাদের জন্য শুভ কামনা। সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে চাও, একাডেমিকভাবে আরও দক্ষ হবে। অনেকে ভালো লিখে। কিন্তু সাংবাদিকতার নৈতিকতা জানে না। বিভিন্ন কর্মশালার আয়োজনের মাধ্যমে তোমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইস উদ্দিন বলেন, আমি যে কোনো মতকে বিশ্বাস করতেই পারি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে আমাদের লক্ষ্য থাকবে- বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া। সাংবাদিক সমিতি যে ছাত্র ঐক্য অনুষ্ঠান করেছে, তা করার সাহস অন্য কোনো বিশ্ববিদ্যালয় করতে পারেনি। এটা তো জাতীয় সফলতা। সাংবাদিকদের বলব, শুধু নেতিবাচক বিষয় নয়, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক বিষয়ও সামনে নিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার বলেন, সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা আল্লাহতায়ালার পক্ষ থেকে ফরজ কাজ। আমরা মনে করি সাংবাদিকগণ সমাজে এ কাজটিই করে থাকেন। আমার প্রত্যাশা সামনের দিনগুলোতে সাংবাদিকগণ সমাজের সত্য সামনে নিয়ে আসবে। মিথ্যা ভেঙে ফেলবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, সাংবাদিকগণ সমাজের দর্পণ। আমাদের প্রত্যাশা থাকবে সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ে এবং সমাজের বাস্তব তথ্য তুলে সামনে নিয়ে আসবে।

এ সময় সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মো. মামুন শেখের সঞ্চালনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটির নেতারা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতারা, ছাত্র অধিকার পরিষদ নেতারা, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ অন্যান্য সংগঠনের নেতাদের বক্তব্য রাখেন। বক্তব্যে তারা সাংবাদিক প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব পালনে দৃঢ় প্রতিশ্রুতি প্রদানের আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন দৈনিক সমকালের ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক ঢাকা পোস্টের মাহাতাব লিমন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী সংগীত গাইলেন ইউটিউবার সাইদুল হাসান

টঙ্গীতে ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ 

ভারতে আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আলোচনায়

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে মিলল টিসিবির বিপুল তেল

‘বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক’

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার তালিকায় সাকিবের অবস্থান কত

ডাকসুর ভিপি প্রার্থী আবিদুলকে নিয়ে অপপ্রচার

বাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে দুদিন ছুটি

১১

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না : সারজিস

১২

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

১৩

শত শত গাছ আর হাজারের বেশি ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল 

১৪

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মনোয়ারুল কাদির বিটু

১৫

বন্ধুকে বাড়িতে এনে খাওয়ায় নাজমুল, এরপর কুপিয়ে হত্যা

১৬

সিনেমার নায়ক থেকে জনতার নায়ক: থালাপতি বিজয়ের রাজনীতিতে অভিষেক

১৭

মেনস্ এশিয়া কাপের জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন

১৮

পর্যটক পরিচয়ে রুম বুকিং, অতঃপর...

১৯

আকিজ বশির গ্রুপে নিয়োগ, দ্রুত আবেদন করুন

২০
X