বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নিজ অফিসে ফ্যানের আংটায় ঝুলছিল বাকৃবি কর্মকর্তার মরদেহ

আত্মহত্যা করা কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর (সোহেল)। ছবি : সংগৃহীত
আত্মহত্যা করা কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর (সোহেল)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের এক কর্মকর্তা নিজ অফিসে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ফ্যানের আংটার সঙ্গে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তার আত্মহত্যার বিষয়টি জানাজানি হয়। পরে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সোহেলের নিজ অফিসের সামনে উপস্থিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান।

আত্মহত্যা করা কর্মকর্তার নাম কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর (সোহেল) (৪৫) । তিনি এডিশনাল ডিরেক্টর (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনা জানাজানি হলে ঘটনাস্থলে উপস্থিত হন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. একে ফজলুল হক ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা।

সরেজমিনে গিয়ে দেখা যায় , রোববার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সোহেলের নিজ অফিসের সামনে উপস্থিত হয়। পরে অফিসের দরজার লক ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে। এসময় তার মরদেহ ফ্যানের আংটার সঙ্গে দড়িতে ঝুলতে দেখা যায়। এসময় তার জিহ্বা বের হয়ে ছিল। মরদেহের পাশে একটি টেবিল ছিল এবং টেবিলের ওপর কাচ লাগানো ছিল। কাচের ওপর একটি কাঠের চেয়ার ছিল। ওই চেয়ারে পায়ের ছাপও দেখা যায়। ওই রুমের একপাশে একটি ভাঙা চেয়ারও ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলের একটি মোবাইল, চিরকুট, মানিব্যাগ (নগদ টাকা, এটিএম কার্ড), জাতীয় পরিচয়পত্র (তার ও তার স্ত্রীর) টেবিলের ওপর থাকা কিছু কাগজপত্র এবং তার পরিহিত জুতা ও মোজা সংগ্রহ করে নিয়ে যায়।

ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি কখন আসেছেন কেউ দেখেনি। তবে ধারণা করা হচ্ছে সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে তিনি অফিসে আসেন। ওই বিভাগের মৌসুমি শ্রমিক সুমন নামের একজন ঘটনাটি প্রথম দেখেছেন বলে জানা যায়। তিনি ৫ আগস্টের আগে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তিনি সকাল সাড়ে ৭টার দিকে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগে প্রবেশ করেন। ঘটনাস্থলে উপস্থিত কিছু শিক্ষক ও কর্মকর্তারা জানান, তার স্ত্রী এসে বলেছেন- তিনি সকাল সাড়ে ৭টার দিকে বাজার করার জন্য বের হয়েছিলেন। পরে তার স্ত্রীকে সবাই বাসায় পাঠিয়ে দেয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, তিনি (সোহেল) আজকে নির্ধারিত সময়ের আগেই অফিসে এসেছিলেন, তখন অফিসে কেউ ছিল না। তিনি নিজেই তার কক্ষের তালা খুলে প্রবেশ করেছেন এবং আত্মহত্যার উদ্দেশ্যে টেবিলের ওপর উঠেছিলেন। টেবিলে ওঠার পায়ের ছাপ আমরা দেখেছি। ঘটনাস্থলে দুটি নোট পাওয়া গেছে, যেগুলো পুলিশের কাছে আছে।

এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম খান জানান, তদন্তের স্বার্থে চিরকুটের বিষয়ে কিছু জানানো যাবে না। তবে মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফায় মুগ্ধ দর্শক

৮৪৮ নেতা-কর্মী নিহতের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির 

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার

ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রস্তুত শিমুল বাগান

পিকনিকে আসা শিক্ষার্থীদের সঙ্গে পার্ক কর্মচারীদের সংঘর্ষ, আহত ৩০

গোলাপগঞ্জে সাইনবোর্ডে ভেসে উঠল ‘চাচা হাসু আপা কোথায়?’

এক যুগেরও বেশি সময় পর নির্বাচন কমিশনে জামায়াত 

প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশন গঠন

মাঘের শেষে ফের দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

পাকিস্তানে রিসেপ তাইয়েপ এরদোয়ান

১০

দলীয় নেতা হত্যায় ওয়ার্ড যুবদল সভাপতি গ্রেপ্তার

১১

বিক্ষোভ দমনে যেসব পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা

১২

শবেবরাতে করণীয় ও বর্জনসমূহ

১৩

টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য সংরক্ষণে বনায়ন কার্যক্রম চালু

১৪

আ.লীগপন্থি অধ্যাপককে প্রো-ভিসি নিয়োগের চেষ্টা, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

মাঘের শেষ দিনে পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা

১৬

‘পান থেকে চুন খসলেই ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ’

১৭

গাজীপুরে কাশেম নিহতের ঘটনায় ফেনীতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

১৮

ঢাকায় আজ বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস 

১৯

ময়মনসিংহ শহরে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের হামলা

২০
X