বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২
রাজশাহী ব্যুরো ও রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে কলেজ ছাত্রের মৃত্যু ঘিরে যা জানা গেল

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিমুল শিহাব নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে ওই শিক্ষার্থীর মৃত্যু নিয়ে ক্যাম্পাসে আলোচনা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বাইক নিয়ে দুর্ঘটনা বললেও তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে তার মৃত্যু হয়।

শিমুল শিহাব রাজশাহী কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ও রাজশাহী নগরের মেহেড়চণ্ডী এলাকার জামাল হোসেনের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক মাহমুদুল হাসান জানান, ক্যাম্পাস থেকে রাত ১১টার দিকে একটি ছেলেকে হাসপাতালে আনা হয়েছিল। প্রথমে সড়ক দুর্ঘটনার কথা বলে লুকাচ্ছিল। পরে জেরার মুখে মারামারি করে মৃত্যু হয়েছে বলে জানায়। তাকে ফিজিক্যাল এসালড ব্রডডেথ হিসেবে পেয়েছেন। শরীরের বাইরের অংশে মেজর কোনো ক্ষতের দাগ পাওয়া যায়নি। নিয়ম অনুযায়ী ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বান্ধবীসহ বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পাশে অবস্থান করছিলেন শিমুল। এ সময় প্রক্টরের গাড়ি দেখে তিনি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেন। ওই ভবনের সামনের রাস্তায় কনস্ট্রাকশন কাজ চলছে। সেখানে তিনি বাইক নিয়ে পড়ে যান। পড়ে ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের পেছনে একদল শিক্ষার্থী ব্যাডমিন্টন খেলছিলেন। তারাও এগিয়ে গিয়ে শিমুলকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করেন।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সূত্রে জানা যায়, শিমুলকে সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত অবস্থায় পান। একই সময়ে ঘটনাস্থলে থাকা তিন শিক্ষার্থীও শরীরের কয়েক স্থানে আঘাত পেয়ে চিকিৎসা নিয়েছেন। শাহাদাত প্রধান, প্রান্ত বড়ুয়া এবং শোয়াইব চৌধুরী নামে তিন শিক্ষার্থীর পরিচয়পত্র ব্যবহার করে সেখানে চিকিৎসা নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের বিভাগের নাম জানা যায়নি। মেডিকেল সেন্টারের কর্মচারীরা জানান, মোটরসাইকেলটি ধরতে গিয়ে ওই শিক্ষার্থীরা আহত হয়েছেন বলে জানিয়েছেন।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী দাবি করা এক শিক্ষার্থী নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘রাস্তায় রড বিছানো ছিল। এর মধ্যে দিয়ে বাইক চালাতে গিয়ে ওই ছেলে পড়ে গিয়ে অচেতন হয়ে যায়। তখন ওই ছেলের সঙ্গে একটি মেয়ে ছিল। তাদের শরীরে তেমন আঘাত লাগেনি। ওই সময় কেউ গায়ে হাত কিংবা মারধর করেনি।’

এ বিষয়ে টহলরত সহকারী প্রক্টর অধ্যাপক মো. সাইদুল ইসলাম বলেন, তুত বাগানের সামনের রাস্তা দিয়ে আমরা টহল গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তখন ওই ছেলে আর মেয়ে অন্ধকারে দাঁড়িয়ে ছিল। আমাদের দেখে তারা গাড়ি নিয়ে পালায়। ৫-৬ মিনিট পর জগদীশচন্দ্র বসু ভবনের সামনে গিয়ে দেখি ছেলেটি বাইক নিয়ে পড়ে আছে। পরে অ্যাম্বুলেন্স কল দিয়ে তাকে মেডিকেল সেন্টারে পাঠাই।

মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'সেখানে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিল। তবে তার গায়ে কাউকে আমি হাত দিতে দেখিনি।'

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক সাজিদ হাফিজ বলেন, 'যখন ওই ছেলেকে নিয়ে আসে তখন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে গায়ে ধুলাবালি লেগে ছিল। ওই সময় রোগীর পালস বা বিপি কোনোটাই ছিল না। পরে তাকে আমরা রামেকে রেফার্ড করে দেই।'

এ বিষয়ে জানতে নগরের মতিহার থানার ওসি আব্দুল মালেকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১০

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১১

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১২

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৩

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৪

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৫

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

১৬

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

১৭

গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

১৮

চট্টগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

১৯

গর্ভাবস্থায় নারীদের বমি-বমি ভাবের ‘আসল রহস্য’ জানালেন গবেষকরা

২০
X