ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের মানসম্মত ওয়াশরুম, স্যানিটাইজেশন, ছাত্রকল্যাণে নারী সহকারী পরিচালক নিয়োগসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্য বরাবর এসব দাবি জানান তারা। পরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানায় সংগঠনটি।
ছাত্র শিবিরের দাবিগুলো হলো- ছাত্রকল্যাণ দপ্তরে সহকারী পরিচালক হিসেবে একজন নারী শিক্ষক নিয়োগ দিতে হবে, আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ও উপযুক্ত নামাজের স্থান বরাদ্দ করতে হবে (চাহিদানুপাতে অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও ব্যবস্থা নেওয়া প্রয়োজন), কেন্দ্রীয় মসজিদে নারী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নামাজের স্থানে মানসম্মত পানির ফিল্টার স্থাপন করতে হবে, ক্যাম্পাসে (বিভাগের বাহিরে সার্বক্ষণিক প্রবেশাধিকার আছে এমন স্থানে) নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে, ক্যান্টিনে পূর্ণ-পর্দা রক্ষা করে খাবার গ্রহণ করতে চায় এমন নারী শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখতে হবে, আবাসিক হলে নারী শিক্ষার্থীদের জন্য উন্নত স্যানিটাইজেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, ছাত্রী হলের মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণে চিকিৎসক নিয়োগ দিতে হবে।
প্রেস ব্রিফিংয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, আমরা উপাচার্য বরাবর দাবিগুলো জানিয়েছি। তিনি যথাযথ পদক্ষেপ নিবেন বলে জানিয়েছেন। ইতোমধ্যেই নারীদের মানসম্মত ওয়াশরুম দেওয়া হবে বলে তিনি জানান।
মন্তব্য করুন