শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২
চবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ ছাত্রীসহ ১২ জন বহিষ্কার

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঘটে যাওয়া শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলা এবং ধর্ম অবমাননার পৃথক দুটি ঘটনায় ১১ জন ছাত্রী ও একজন ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) চবি উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।

সভায় আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে শিক্ষক লাঞ্ছনার দায়ে স্থায়ী বহিষ্কার করার পাশাপাশি তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় নয় জনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোসা. সুমাইয়া (সুমাইয়া সিকদার), ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন পুতুল, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফৌজিয়া আহমেদ পল্লী মজুমদার, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিথিলা, মেরিন সাইন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এলিসা স্বর্ণা চৌধুরী, পুলিশ সায়েন্স বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রওজাতুল জান্নাত নিশা, চারুকলা ইন্সটিটিউটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমাতুজ আশফিয়া নাহার এশা, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সাইন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে হাবিবা বৃষ্টি ও ওশানোগ্রাফির ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইসারা জাহান ইশা।

এ ছাড়া শিক্ষার্থীদের ধর্মীয় ভাবাবেগ উস্কে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিস্থিতি অস্থিতিশীল করার মতন কাজে লিপ্ত হওয়ার বিষয়টি প্রমাণ পাওয়ায় নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী এস এম সানবিম সিফাতকে দুই বছরের জন্য এবং একই বিভাগের জাফরীন সুলতানা জয়ীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এ তথ্য জানান তিনি বলেন, আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। উক্ত ঘটনায় আরও নয় জনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া সভায় ধর্ম অবমাননার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে একজনকে দুই বছরের জন্য এবং আরেকজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি (বুধবার) রাত ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙচুরের ঘটনায় একজন সহকারী প্রক্টরের গায়ে হাত তোলেন হলটির নারী শিক্ষার্থী আফসানা এনায়েত এমি। এ সময় কয়েকজন ক্যাম্পাস সাংবাদিক লাঞ্ছনার ঘটনাও ঘটে। পরদিন বৃহস্পতিবার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

আবারও ইনজুরিতে ইয়ামাল

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১০

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১১

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

১২

এক গ্রামে ১১ জনের শরীরে মিলল অ্যানথ্রাক্সের উপসর্গ

১৩

থানায় জিডি করলেন সালাউদ্দিন টুকু

১৪

সংস্কৃতির ভেতরেই রাজনীতির সৃজনশীলতা নিহিত : দুদু

১৫

সাইফের চোখ বাঁচাতে প্রয়োজন ৩০ লাখ টাকা

১৬

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১৪৮ রান

১৭

জাতিসংঘে ড. ইউনূসের সফর গণতন্ত্র ও মানবিক সংহতির বার্তা : প্রেস সচিব

১৮

বিরক্ত মেহজাবীন চৌধুরী

১৯

জামায়াত অন্তত ১৬০টি আসন পাবে : সাদ্দাম

২০
X