বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৫ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি : সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিটি কলেজের সাতজন শিক্ষার্থী আহত হওয়ার দাবি করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সংঘর্ষের ঘটনায় আহত নাম প্রকাশে অনিচ্ছুক সিটি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আমি আমার বন্ধুসহ টেষ্ট পরীক্ষা দিতে কলেজের দিকে আসছিলাম। স্টার কাবাব হোটেলের সামনে ঢাকা কলেজের ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী রড, কাচের বোতল, স্টিলের স্কেল দিয়ে অতর্কিত আমাদের দুজনের ওপর হামলা চালায়। এতে আমার মাথা ফেটে যায়। আমার বন্ধুও আহত হয়।

সিটি কলেজ কর্তৃপক্ষের সূত্রমতে, সংঘর্ষের ঘটনায় সিটি কলেজে সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীদের মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। আহত শিক্ষার্থীদের পক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অংশ হিসেবে মামলার ঘোষণা দিয়েছে সিটি কলেজ কর্তৃপক্ষ। এ বিষয়ে আগামী রোববার দুই কলেজ কর্তৃপক্ষের মধ্যে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে।

এদিকে ঢাকা কলেজের একাধিক শিক্ষকের সূত্রমতে, আজকের সংঘর্ষে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির একদল শিক্ষার্থী পূর্বপরিকল্পিতভাবে সিটি কলেজের শিক্ষার্থীদের ওপর প্রথমে হামলা করে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে তিন শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। সংঘর্ষে ন্যূনতম সম্পৃক্ততা পেলে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন।

দুই কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে ঢাকা সিটি কলেজ অধ্যক্ষ নিয়ামুল হক কোনো ধরণের মন্তব্য করতে রাজি হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশার (ধানমন্ডি জোন) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি দুপুরে তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও সেদিনের ঘটনাকে কেন্দ্র করে ৯ ফেব্রুয়ারি ফের পরিস্থিতি উত্তপ্ত হয়।

একপর্যায়ে ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থীরা সেদিন বিকেলে লাঠিসোঁটা নিয়ে এসে ঢাকা সিটি কলেজের নামফলক থেকে ‘সিটি’ অংশটি খুলে নিয়ে যায়।

পরে সিটি কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া দিলে দুই পক্ষের সংঘর্ষ ঘটে। ওই দিন প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১০

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১১

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১২

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১৩

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৪

কে এই তামিম রহমান?

১৫

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৬

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৭

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৮

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৯

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

২০
X