রাবি প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে দুই দিনব্যাপী গবেষণা মেলা শুরু শনিবার

‘আন্তর্জাতিক ছাত্র সম্মেলন ও গবেষণা মেলা-২০২৪’ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন রাবির আয়োজকরা। ছবি : কালবেলা
‘আন্তর্জাতিক ছাত্র সম্মেলন ও গবেষণা মেলা-২০২৪’ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন রাবির আয়োজকরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আন্তর্জাতিক ছাত্র সম্মেলন ও গবেষণা মেলা-২০২৪’ শুরু হবে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি)। দুই দিনব্যাপী মেলাটি রোববার শেষ হবে। মেলার আয়োজন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি শাকিবুল হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গবেষণা সংসদের মূলনীতিগুলো হলো রিসার্চ, রেনোভেশন, রেভ্যুলেশন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা সংস্কৃতি তৈরির লক্ষ্যে আমরা সক্রিয়ভাবে স্নাতক, স্নাতকোত্তরের শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম, ইভেন্ট সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং ইত্যাদি আয়োজন করে থাকি।

দুই দিনব্যাপী এই মেলায় পাঁচ শতাধিক গবেষকসহ প্রায় ১০০০ শিক্ষার্থী, শিক্ষক, গবেষকগণ অংশগ্রহণ করবেন। দেশ এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৫৭৩টি গবেষণা সারসংক্ষেপ জমা হয়েছে। ৮৬ জন শিক্ষক দ্বারা নিরীক্ষণের পর ৩৩৪টি সারসংক্ষেপ চূড়ান্ত পর্যায়ের জন্য বাছাই করা হয়। সেখান থেকে ২০২ জন প্রেজেন্টিং অথরসহ সর্বমোট ৪০৭ জন গবেষক চূড়ান্ত পর্যায়ে নিবন্ধন করেন।

মেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৪ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। এর মধ্য থেকে ১০টি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদ, চারটি ইনস্টিটিউট এবং একটি আন্তর্জাতিক গবেষণা সংগঠনের সরাসরি স্টল থাকছে এখানে।

দুই ক্যাটাগরির আয়োজিত এ মেলায় কনফারেন্সে দুই ধরনের প্রেজেন্টেশনের সুযোগ রয়েছে, ওরাল প্রেজেন্টেশন এবং পোস্টার প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের পরে রিসার্চ পেপার সমূহকে গবেষণা সংসদের ‘Book of Abstract’ এ লিপিবদ্ধ করা হবে। এছাড়াও ইনডেক্সিং পার্টনার সমূহে পাবলিশের সুযোগ থাকবে।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. আমিনুল ইসলাম, রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব, অস্ট্রেলিয়ার Wollongong বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ড. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ সহ দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকগণ।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ গবেষণা বান্ধব বিশ্ববিদ্যালয় তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এর মূলনীতি হলো রিসার্চ, রেভোনেশন, রেভ্যুলেশন। তারা গবেষণা সংস্কৃতি তৈরির লক্ষ্যে স্নাতক, স্নাতকোত্তরের শিক্ষার্থী, শিক্ষকদের নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা কার্যক্রম, ইভেন্ট সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং ইত্যাদি আয়োজন করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

ধর্মেন্দ্র পাচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণ

হজের কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানালেন ধর্ম উপদেষ্টা

বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর

বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

একই দলের প্রার্থী হয়ে লড়ছেন মামা-ভাগনে

নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে শান্তি ফেরাব : মির্জা ফখরুল

বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ

নির্বাচনে বিএনপিকে দুটি চ্যালেঞ্জ নিতে হচ্ছে : রবিউল আলম

১০

স্বামী জামায়াত আমিরের জন্য ভোট চাইলেন ডা. আমেনা বেগম

১১

মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান দুর্ঘটনা নিয়ে নতুন তথ্য

১২

নাগরিক সমস্যার সমাধানে প্রতিশ্রুতি ইশরাকের

১৩

প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর

১৪

আরও ১১ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

১৫

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

১৬

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

১৭

রবিনের ধানের শীষেই আস্থা সাধারণ ভোটারদের 

১৮

হাদি হত্যা / ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ফের রিমান্ডে 

১৯

বেকার সমস্যা সমাধানে বৃহৎ পরিকল্পনা নিয়ে মাঠে বিএনপি : মিন্টু

২০
X