জবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

জবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের অংশ। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের অংশ। ছবি : কালবেলা

রাজধানীর ধোলাইখালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর বিএনপি নেতার নেতৃত্বে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি পুরো বিশ্ববিদ্যালয়ের প্রদক্ষিণ করে প্রাঙ্গনে এসে এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা 'যে হাত ছাত্র মারে সেই হাত ভেঙে দাও', 'সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও', আমার ভাই হাসপাতালে খুনিরা কেন বাহিরে'সহ নানা শ্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, যেসব সন্ত্রাসী গোষ্ঠী শিক্ষার্থীদের ওপর হামলা ও চাঁদাবাজির রাজনীতি ফিরিয়ে আনার পাঁয়তারা করছে তাদের সাবধান থাকা দরকার। এ দেশের মানুষ আর নব্য কোনো ফ্যাসিবাদ কায়েম করতে আর দিবে না। বারবার শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে, এর একটা সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীর শাহীন মিয়া বলেন, ধোলাইখালে শিক্ষার্থীদের ওপর যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। হামলাকারীরা যে দলের যে গোষ্ঠীর যে মতেই হোক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে আমরা একতাবদ্ধ ও আপোষহীন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরে সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, দল ও মতের ঊর্ধ্বে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচয় বহন করতে চাই। শিক্ষার্থীদের ওপর হামলাকারী শহিদুল ও তার দোসররা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। নতুবা ভিন্ন কোন পরিস্থিতি তৈরি হলে তার দায়ভার আপনাদেরকে গ্রহণ করতে হবে।

এ সময় শিক্ষার্থীদের আবাসন ব্যাবস্থার দাবি জানিয়ে তিনি আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন তাদের আবাসনের সংগ্রাম করে আসছে। তাদের থাকার জায়গা নাই। আমাদের দুইটি হ বরাদ্দ হয়েছে। প্রশাসনের কাছে দাবী জানাই অতি দ্রুত আমাদের এই হল দুটি বাস্তবায়ন করে দিতে হবে। শিক্ষার্থীরা একতাবদ্ধ থাকলে তাদের উপরে কেউ হামলা করার সাহস পাবে না।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩ মার্চ) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপ বিএনপি নেতা শহীদুলে নেতৃত্বে হামলা চালায় স্থানীয়রা। এতে আহত হন জবির ছয়জন শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিক্ষুকের ঘরে ২ বস্তা টাকা, গুনতে লাগল ৫ ঘণ্টা 

১০ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গাজায় যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে 

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গাজা চুক্তিকে ইরান হামলার সঙ্গে যুক্ত করলেন ট্রাম্প

১০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

নোয়াখালী বিভাগ চেয়ে ইতালিতে প্রবাসীদের স্মারকলিপি

কাবুলে বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি নিয়ে যা বললেন জবিউল্লাহ মুজাহিদ

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

১০

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

১১

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

১২

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

১৩

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

১৪

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

১৫

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

১৬

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

১৭

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

১৮

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

১৯

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

২০
X