জবি প্রতিনিধি
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

জবি ছাত্রদলের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার লিফলেট বিতরণ 

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পোস্টার সাঁটারিং ও লিফলেট বিতরণ করেছে জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পোস্টার সাঁটারিং ও লিফলেট বিতরণ করেছে জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফযুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আগামী ১৬ মার্চ (রোববার) অনুষ্ঠানটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। প্রতিযোগিতায় রেজিস্ট্রিশনের শেষ সময় আগামী বৃহস্পতিবার (১৩ মার্চ)।

এ প্রতিযোগিতা উপলক্ষে (১১ মার্চ) মঙ্গলবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার সাঁটারিং ও লিফলেট বিতরণ করেছে জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ক্যাম্পাসে পোস্টার সাঁটানো ও লিফলেট বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কোরআনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন তারা।

ছাত্রদলের এমন উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন শিক্ষার্থীরাও। তারা বলছেন, দেশের রমজানে ছাত্রদলের এই আয়োজন প্রশংসনীয়। দেশের সর্বত্র এ আয়োজন ছড়িয়ে পড়েছে বলেও অনেক শিক্ষার্থী মন্তব্য করেন।

লিফলেট ও পোস্টার বিতরণ শেষে জবি ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানাই। পবিত্র রমজান মাস উপলক্ষে এমন একটা সুন্দর আয়োজন নিঃসন্দেহে খুবই প্রশংসনীয়।

জবি ছাত্রদলের আরেক অন্যতম যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান খান বলেন, গত বছর ছাত্রলীগ ইফতার পার্টিতে যে জায়গায় বাধা দিয়েছে, সে জায়গায় এখন কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে কাজ করে। ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা তারই একটি অংশ।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল কোরআন তেলওয়াত প্রতিযোগিতার আয়োজনকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সবার জন্য শুভকামনা রইল।

জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানেরা তার ধর্মীয় রীতিনীতি সম্পর্কে সচেতন হতে কোরআনের চর্চার বিকল্প নেই, সেই কোরআন চর্চাকে উৎসাহিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোরআন তিলাওয়াত আয়োজন করেছে, যা ইতোমধ্যেই সাড়া ফেলেছে। সবাইকে অনুরোধ থাকবে যেন অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

শেখ হাসিনা লাদেনের খালাতো বোন : রিজভী

দেড় হাজার প্রাক-প্রাথমিক স্কুলের জন্য সুখবর, তবে…

রাবি উপাচার্যের বাসভবন ঘেরাও ছাত্রশিবিরের

ফিলিস্তিনিদের জন্য মালয়েশিয়াস্থ চট্টগ্রাম সমিতির অনুদান হস্তান্তর

মালাইকার বিরুদ্ধে জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা

প্রধান উপদেষ্টাকে বিএনপি নেতা ফিরোজ / কৌশল করলে বাংলাদেশে থাকতে পারবেন না

জিআই স্বীকৃতি পেল কুমিল্লার খাদি

চিন্ময়ের জামিন নিয়ে সরকারকে কড়া হুঁশিয়ারি হাসনাতের 

র‍্যালি শেষে ফেরার পথে শ্রমিক দল নেতা নিহত

১০

বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি করবেন না : ফখরুল

১১

প্রবাসীর অর্থ আত্মসাৎ, ব্যাংকের নারী কর্মকর্তা গ্রেপ্তার

১২

ভারত-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপ, কী আলোচনা হলো

১৩

মানবিক করিডোর ইস্যুতে পাশ কাটাচ্ছে সরকার : তারেক রহমান

১৪

‘আমার লাখ লাখ শ্রমিক ভোটের দাবিতে ক্ষুধার্ত’

১৫

জনগণের বিপক্ষে পুলিশকে দাঁড় না করানোর আহ্বান বিশিষ্টজনদের

১৬

ভ্যাকসিনে অর্ধশত গবাদি পশুর মৃত্যু, তদন্তে নমুনা সংগ্রহ

১৭

গ্রিন কার্ডধারীদের জন্য নতুন কড়া সতর্কতা যুক্তরাষ্ট্রের

১৮

ভারত-পাকিস্তান উত্তেজনায় অবস্থান স্পষ্ট করলে চীন

১৯

সীমিত পরিসরে ইলিশ বেচাকেনা শুরু

২০
X