জবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আছিয়ার গায়েবানা জানাজা। ছবি : কালবেলা
আছিয়ার গায়েবানা জানাজা। ছবি : কালবেলা

মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আট বছর বয়সী শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় জবি শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, আমরা এই ধরনের ঘটনা আর দেখতে চাই না। এ ধরনের গায়েবানা জানাজা আর পড়তে চাই না। ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচারকার্য শেষ করতে হবে। এছাড়া ধর্ষক প্রমাণিত হলে একমাত্র এবং সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, ইসলামের আলোকে ধর্ষণমুক্ত আদর্শবান সমাজ গড়তে ছাত্র সমাজের দায়িত্ব নিতে হবে। সচেতনতার মাধ্যমে আমরা সমাজ ব্যবস্থার সব ধরনের অপকর্ম থেকে আসতে পারবো। আমরা দোষীদের আইনানুগ শাস্তি দাবি করছি। পুনরায় যাতে এ ধরনের ঘটনা না ঘটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ৬ মার্চ এক নিরপরাধ ছোট্ট শিশু তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে বর্বরোচিত ধর্ষণের শিকার হন। মৃত্যুর সঙ্গে কয়েকদিন লড়াই করে আজ তিনি চলে গেছেন—এক অনন্ত ন্যায়হীনতার পথে। এই ঘটনা আবারও প্রমাণ করে যে, আমাদের সমাজে নারী নিপীড়ন অব্যাহত রয়েছে, এবং অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। রাষ্ট্র, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা, বিচারহীনতার সংস্কৃতি এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবের কারণে ধর্ষণের মতো জঘন্য অপরাধ প্রতিদিন বেড়েই চলেছে।

তিনি আরও বলেন, আমরা জোরালোভাবে দাবি জানাই যে, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নারীদের নিরাপত্তা রক্ষায় আরও কঠোর আইন প্রয়োগ এবং বিদ্যমান আইনের কার্যকর বাস্তবায়ন করতে হবে এবং নারীদের প্রতি সহিংসতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থায় মানবিক মূল্যবোধ জোরদার করতে হবে। এই হত্যাকাণ্ডের বিচার না হলে, তা আরও বহু নিরপরাধ নারীর জন্য অন্ধকার ভবিষ্যতের বার্তা বয়ে আনবে। আমরা সকল সচেতন নাগরিককে আহ্বান জানাই, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান, প্রতিবাদ গড়ে তুলুন।

এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচ-এ ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৬ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

কড়াইল বস্তির আগুনে দেড় হাজার ঘর পুড়েছে : ফায়ার সার্ভিস

হাতিয়ায় যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বিএনপি নেতা বদরুজ্জামান মিন্টু চিরনিদ্রায় শায়িত

ঢাকা-১৩ আসনে ধানের শীষের সমর্থনে যুবদলের গণমিছিল

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

১০

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

১১

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

১২

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

১৩

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

১৪

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

১৫

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১৬

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১৭

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১৮

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১৯

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

২০
X