জবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জবি ছাত্রলীগ সহসভাপতিকে অব্যাহতি

জবি ছাত্রলীগ সহসভাপতিকে অব্যাহতি

সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সহ সভাপতি মিঠুন বাড়ৈকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মিঠুন বাড়ৈ (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা) কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হলো। সেই সাথে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো।

এদিকে ছাত্রলীগের গঠনতন্ত্রে ১৭ (ক,খ,গ) ধারায় বলা আছে, ছাত্রলীগের কোনো শাখা কমিটিরই এর সদস্য বিশেষকে প্রতিষ্ঠান হতে বহিষ্কারের ব্যাপারে কেন্দ্রীয় নির্বাহী সংসদকে পরামর্শ অধিক ক্ষমতা নেই।

বহিষ্কারের ব্যাপারে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে ছাত্রলীগের যেকোনো শাখা উপযুক্ত কারণ দশানোর মাধ্যমে কোনো অভিযুক্ত সদস্যের সদস্যপদ ৩ মাসের জন্য স্থগিত করতে পারবেন। কেন্দ্রীয় নির্বাহী সংসদ অভিযুক্ত সদস্যদের বিষয়ে নিজস্ব তদন্ত পরিচালনা করে প্রয়োজনে আরও কঠোর শাস্তি অথবা অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করবেন।

গঠন্তন্ত্রের এ ধারা মানা হয়নি বলে অভিযোগ করেছেন অব্যাহতি পাওয়া জবি শাখা ছাত্রলীগের সহসভাপতি মিঠুন বাড়ৈ।

তিনি বলেন, গঠনতন্ত্র অনুসারে আমাকে অব্যাহতি দেয়ার এখতিয়ার শাখা ছাত্রলীগের নেই। কিন্তু আমাকে কোনো কারণ দশানোর বাদেই আমার বিরুদ্ধে কী অভিযোগ তা না জানিয়ে ও ছাত্রলীগের গঠনতন্ত্রকে উপেক্ষা করে রাজনৈতিক পূর্ব শত্রুতা থেকে এটা করছে। তারা মূলত আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী না করতে ডেডিকেটেড কর্মীদের ছাঁটাই মিশনে নেমেছে।

তিনি আরও বলেন, ছাত্র অধিকার পরিষদ, শিবির ও বিবাহিত কর্মীরা ছাত্রলীগের গ্রুপ চালাচ্ছে। এ ছাড়া তারা সংখ্যালঘু কর্মীদের ওপর নিপীড়ন করছে। জবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নিজেদের স্বার্থে কয়েকজন বাদে ৩৫ জনের অধিকাংশ পোস্টেড নেতাদের ক্যাম্পাস রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে। এজন্য জবির মিছিলে ছাত্রলীগের কর্মী কম থাকে।

এ বিষয়ে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আক্তার হোসাইন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নাম ভাঙিয়ে মিঠুন বাড়ৈ ক্যাম্পাসের ভিতরে ও বাহিরে নানা রকমের অপরাধ কার্যক্রম পরিচালনা করে। ক্যাম্পাসের আশেপাশে ব্যবসায়ীদের সাথেও তার অসৌজন্যমূলক আচরণের সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে আছে। এ ছাড়াও ছাত্রলীগের নারী নেত্রীদের সাথেও সে বিভিন্ন সময়ে খারাপ ব্যবহার করেছে।

এ সকল অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিহিত করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আরও অনেকের বিরুদ্ধে এ রকম অভিযোগ আমাদের কাছে এসেছে। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায় নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

ইশরাকের পোস্ট শেয়ার করে রাশেদ বললেন, ‘নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে’

প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি

ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতে, এখন কী হবে?

ধুঁকতে থাকা ম্যানইউতে যাচ্ছেন আর্জেন্টিনার ‘বাজপাখি’!

আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি

‘প্রেমিকার ফোন টানা ব্যস্ত, রাগে পুরো গ্রামের বিদ্যুৎ লাইন কেটে দিলেন তরুণ’

জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত 

ঝলমলে ফেরা সাইফের, কিন্তু সতর্কবার্তা দিলেন সালাহউদ্দিন

জমে উঠেছে জাকসু নির্বাচন, ৮ প্যানেলে লড়বেন প্রার্থীরা

১০

হাবিবুল বশর মাইজভান্ডারী মারা গেছেন

১১

জুলাই আন্দোলনে আহতদের রক্ত দেওয়া কর্মীদের সম্মাননা

১২

বাকৃবিতে উপাচার্যসহ অবরুদ্ধ শিক্ষকরা

১৩

এআই যুগে কার্যকর নেতৃত্বের জন্য প্রয়োজন ৩টি অপরিহার্য দক্ষতা

১৪

ফেসবুকে ছবি পোস্ট করে প্রশ্ন ছুড়লেন মিম

১৫

নুরুল হকের স্ত্রী মারিয়া নুরের আক্ষেপ

১৬

ঢাবি শিক্ষক কার্জনসহ দুজনের জামিন মেলেনি

১৭

ডাকসু নির্বাচনে চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আবিদুলের

১৮

কুমিল্লায় ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

১৯

দেশে জিপএক্স ডেমন জিআর ২৫০আর উন্মোচন

২০
X