নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে চাঁদা না পেয়ে শ্রমিক দল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগে এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। ছবি : কালবেলা
নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগে এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। ছবি : কালবেলা

নরসিংদীতে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে। রোববার (১৩ এপ্রিল) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নরসিংদী সদর উপজেলার হাজীপুর কাঠ বাজারের ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম (৩০)।

অভিযুক্ত মেহেদী সরকার (৩৭) সদর উপজেলার হাজীপুর গ্রামের ওমর মিয়ার ছেলে ও হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আমির হোসেন সাদ্দাম বলেন, তিনি হাজীপুর কাঠ বাজারে ফার্নিচার ব্যবসা করেন। গত ২৫ মার্চ রাতে ফোন করে হাজীপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মেহেদী সরকার তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকির মুখে নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন না ওই ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪ এপ্রিল রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আনসার ক্যাম্পের সামনে সহযোগীদের নিয়ে আমির হোসেনের পথরোধ করেন মেহেদী সরকার। এ সময় অকথ্য ভাষায় গালাগাল করা হলে তার কারণ জানতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে যান মেহেদী। এক পর্যায়ে সঙ্গে থাকা ছুরি বের করে আমির হোসেনকে কোপ দেন মেহেদী। এ সময় মেহেদীর সহযোগীরাও তাকে মাথায় মারধর করতে থাকেন। পরে আমিরের মোটরসাইকেলটি ভাঙচুর করে সঙ্গে থাকা প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান হামলাকারীরা। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আমির হোসেনকে উদ্ধার করে স্বজনরা নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার ৭ দিন পার হয়ে গেলেও তাদের রাজনৈতিক প্রভাবের কারণে মামলা নথিভুক্ত না হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

তবে এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মেহেদী সরকার বলেন, মূলত আমির হোসেন সাদ্দাম এবং ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিনের পারিবারিক বিরোধের জেরে মারামারি হয়। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। কেন সে আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তা আমার জানা নেই। এ ছাড়া আমি যদি চাঁদা দাবি করে থাকি তা তদন্তের মাধ্যমে প্রমাণ করা হোক।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক জানান, লিখিত অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিকদের বড় সুখবর দিল সরকার

‘পিপিপি ডিভিশনাল কনফারেন্স চট্টগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত

৫ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার 

চিন্ময় দাসের জামিন 

জেলে থেকেও অস্ত্র মামলায় আসামি স্বেচ্ছাসেবক দল নেতা

অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ৭০ ঘর পেলেন কুমিল্লার বন্যা দুর্গতরা

সাকিবকে টপকে টেস্টে অনন্য কীর্তি মিরাজের

আদালত অবমাননার অভিযোগে হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ

ভারতে চিকিৎসা না পেয়ে দেশে ফেরা শিশুদের পাশে পাকিস্তান সরকার

১০

কর্ণফুলী নদী থেকে ক্ষুদে ক্রিকেটারের মরদেহ উদ্ধার

১১

গাজীপুরে দুই কারখানা বন্ধ ঘোষণা

১২

মিনিস্টার ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২

১৩

পাকিস্তানের ধাওয়া খেয়ে পালাল ভারতের যুদ্ধবিমান

১৪

বাজারে কবে আসবে সাতক্ষীরার আম

১৫

ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়ছেন শত শত পাকিস্তানি

১৬

সাদমানের পর মিরাজের শতকে বাংলাদেশের ২১৭ রানের লিড

১৭

আদালতে পুলিশকে ফাঁকি দিয়ে পালানো সেই ইকবাল গ্রেপ্তার

১৮

কর্মবিরতি ও উচ্ছৃঙ্খলতার অভিযোগে দুই কারখানা বন্ধ

১৯

হঠাৎ আকাশে উঠল পদ্মার পানি, ভিডিও ভাইরাল

২০
X