চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় পর্যায়ে ভর্তির ডাক চুয়েটে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে মূল মেধাতালিকা অনুযায়ী ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ১৫০১ থেকে ২৫০০ মেধাক্রম এবং স্থাপত্য বিভাগের ১০১ থেকে ১৫০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে ভর্তির পর কিছু আসন খালি থাকায় দ্বিতীয় ধাপে শিক্ষার্থীদের ডাকা হয়েছে। দ্বিতীয় ধাপে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগামী ২৩ এপ্রিল (বুধবার) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে নিরীক্ষা কমিটির কাছে উপস্থিত হতে হবে।

পরদিন, ২৪ এপ্রিল উপস্থিত শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে বিভাগ বরাদ্দ তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা সকাল ১০টার মধ্যে চুয়েটের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত হবে।

নিরীক্ষা কমিটির কাছে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। যদি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আসনের তুলনায় বেশি হয়, তাহলে মেধাক্রম অনুযায়ী একটি সংরক্ষিত তালিকা তৈরি করা হবে। পরবর্তীতে আসন খালি হলে সে তালিকা থেকে পর্যায়ক্রমে প্রার্থীদের ডাকা হবে।

এছাড়াও ভর্তিচ্ছুদের করণীয় বিষয়ে নির্দেশনাগুলো সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রথম ধাপের ভর্তির পর বিভাগ বরাদ্দ তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ৯২০টি আসনের বিপরীতে বিভিন্ন বিভাগে ৫৫৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এখনো ৩৬১টি আসন খালি রয়েছে। খালি আসনগুলোর মধ্যে পুরকৌশল বিভাগে ৯০টি, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৬০টি, ইলেকট্রনিকস ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৮টি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৯টি, মেকাট্রনিকস ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৮টি, যন্ত্রকৌশল বিভাগে ১টি এবং পানিসম্পদ কৌশল, পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং এবং ম্যাটারিয়ালস ও ম্যাটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিটিতে ৩০টি করে আসন খালি রয়েছে বলে জানা যায়।

দ্বিতীয় ধাপে ভর্তি সম্পন্ন হওয়ার পর ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরাদ্দকৃত বিভাগ এবং বাকি শূন্য আসনসংখ্যা অনুযায়ী পরবর্তী ধাপের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ২৭ এপ্রিল ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (https://admissioncuet.ac.bd) প্রকাশ করা হবে।

ভর্তির যাবতীয় তথ্য ও নির্দেশনা এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আসন খালি থাকা সাপেক্ষে ওরিয়েন্টেশনের দিন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলেরা হেলমেট পরে মাছ ধরেন যেখানে

বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত

স্পেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কারাগারে সন্তান জন্ম দিলেন হত্যা মামলার আসামি

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ৬ সেপ্টেম্বর

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

১০

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

১১

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

১২

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

১৩

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

১৪

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

১৫

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১৬

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১৭

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

১৮

চুল পড়া রোধ করবে যে জিনিস

১৯

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

২০
X