বরিশাল ব্যুরো ও ববি প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৯:০১ পিএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার ববি উপাচার্যের বাসভবনে তালা

বাসভবনের প্রধান ফটকে ঝুলছে তালা। ইনসেটে ববি উপাচার্য ড. শূচিতা শরমিন। ছবি : কালবেলা 
বাসভবনের প্রধান ফটকে ঝুলছে তালা। ইনসেটে ববি উপাচার্য ড. শূচিতা শরমিন। ছবি : কালবেলা 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শূচিতা শরমিনের অপসারণ দাবিতে এবার তার বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (৭ মে) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা গেটে তালা ঝুলিয়ে দিয়ে তাতে ফুল গুঁজে দেয়।

আগের দিন মঙ্গলবার উপাচার্যের পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরগুলোতে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। ভিসি অপসারণ না হলে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্নসহ পুরো দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এর আগে ২২ দফা দাবি পূরণে ব্যর্থতা, চিকিৎসার অভাবে মারা যাওয়া শিক্ষার্থীকে অর্থ সহায়তা না দেওয়া, ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা এবং বিভিন্ন উন্নয়ন খাতে দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যের অপসারণের দাবি জানিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তার পদত্যাগের এক দফা দাবি নিয়ে ডাকা তৃতীয় দিনের মতো বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিচতলায় অবস্থান কর্মসূচি শুরু করে আন্দোলনকারীরা। এসময় ভিসি বিরোধী বিভিন্ন প্রতিবাদী গানের পাশাপাশি তার অপসারণ চেয়ে বক্তব্য ও বিক্ষোভ করেন তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আজমাইন শুভ এবং আইন বিভাগের শহিদুল ইসলাম শাহেদ।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারের দোসর অদক্ষ এই উপাচার্য অতীতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই দাবি এবং প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। এর ফলে কোনো ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়ের পরিবর্তন ঘটেনি।

তারা বলেন, নানা সংকটের কারণে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পাচ্ছে না। সেদিকে উপাচার্যের নজর নেই। উলটো তিনি স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন করে যাচ্ছেন। তাই তাকে অপসারণ করে শিক্ষার্থীবান্ধব উপাচার্য দেওয়ার দাবি জানাচ্ছি। নয়তো তিনি দ্রুত পদত্যাগপত্র জমা দিয়ে চলে যাবেন। তা না হলে কঠোর কর্মসূচি দিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হবে।

এদিকে, অবস্থান কর্মসূচি শেষে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিল নিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। তবে এসময় উপাচার্য বাসভবনে ছিলেন না।

এর আগে ৪ দফা দাবি আদায়ে পক্ষকালের বেশি সময় ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের মুখে সিন্ডিকেট সভার সিদ্ধান্তে চাকরিচ্যুত করা হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে। এছাড়া শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা মুচলেকা দিয়ে প্রত্যাহারের সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য। সিন্ডিকেট সভার পর দিনই সংবাদ সম্মেলন করে ভিসির অপসারণের এক দফা ঘোষণা করে শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্দার দুলালসহ আন্তঃজেলার ১৩ ডাকাত গ্রেপ্তার

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কী বললেন আইন উপদেষ্টা

বোরকা পরে হাসপাতালে পরীমনি!

হার্দিকের আধিপত্য ভাঙলেন পাক তারকা, বিশ্বরেকর্ড অভিষেকের

রংপুর বিভাগের সব পূজা মণ্ডপে নিরাপত্তা সন্তোষজনক : ডিআইজি আমিনুল

‘আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথাই বলেননি প্রধান উপদেষ্টা’ 

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে নজরুল ইসলাম আজাদ

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসতে পছন্দ করে, কেন তারা শক খায় না?

৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয়, ‘অলৌকিকভাবে’ প্রাণে বেঁচে ফিরলেন নারী!

১০

‘জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে আইনি ভিত্তি বাধ্যতামূলক’

১১

আবারও বিচার নিয়ে আইসিসির দ্বারস্থ ভারত, নেপথ্যে যে কারণ

১২

উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কী হতে যাচ্ছে?

১৩

ছিনতাইকারীদের হাতে স্কুলশিক্ষার্থী খুন / ‘জীবনের চাইতেও কি রিকশার মূল্য বেশি’

১৪

গাজার খুব কাছাকাছি পৌঁছে গেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা

১৫

বিশ্বের যে কোনো জায়গা থেকেই ভোট দিতে পারবেন প্রবাসীরা : সিইসি

১৬

চলে গেলেন খলনায়ক শাহজাদ ভোলা

১৭

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সাবধান হোন ৭ সহজ উপায়ে

১৮

হৃদয় ভালো রাখতে নিয়মিত খান এই ৫ সবজি

১৯

বৃষ্টি আরও কতদিন, জানাল আবহাওয়া অফিস

২০
X