খুবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

আত্মবিশ্বাস মানুষকে অনেকদূর এগিয়ে নিয়ে যায় : খুবি উপাচার্য

খুবির জীববিজ্ঞান স্কুল আয়োজিত ‘থ্রি মিনিট থিসিস’ কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে বক্তব্য দিচ্ছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। ছবি : কালবেলা
খুবির জীববিজ্ঞান স্কুল আয়োজিত ‘থ্রি মিনিট থিসিস’ কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে বক্তব্য দিচ্ছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। ছবি : কালবেলা

‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের কথা বলার সুযোগ দিতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য দক্ষ দেশপ্রেমিক জনশক্তি তৈরি করা। যাতে সে নিজেকে মেলে ধরতে পারে, আত্মবিশ্বাসের উন্নতি করতে পারে। কেননা আত্মবিশ্বাস মানুষকে অনেকদূর এগিয়ে নিয়ে যায়।’

বুধবার (৩০ আগস্ট) খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুল আয়োজিত ‘থ্রি মিনিট থিসিস’ কম্পিটিশনের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

তিনি আরও বলেন, ‘থ্রি মিনিট থিসিস’ নতুন কনসেপ্ট। এটি অত্যন্ত সুন্দর একটি কম্পিটিশন। থিসিস মানে একটা জিনিস দীর্ঘ করে লেখা। কিন্তু এখানে ব্যাপারটা উল্টো। মাত্র তিন মিনিটে একটি গবেষণাকর্ম উপস্থাপন করা অসাধারণ একটা বিষয়। থিসিসের ভীতি কাটিয়ে উঠে সবার সামনে সাবলীলভাবে উপস্থাপন করা আসলেই অনেক কঠিন। এটি সবাইকে মুগ্ধ করে।

‘খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-গবেষণার যে ধারা অব্যাহত রয়েছে তার জন্য শিক্ষকরা সাধুবাদ পাওয়ার যোগ্য। বিশ্ববিদ্যালয়ে সবাই প্রতিমুহূর্তে কিছু না কিছু শেখে। এই থ্রি মিনিট থিসিস কম্পিটিশন থেকে গবেষণার নতুন নতুন ধারণা বের হয়ে আসছে।’ এখান থেকে অন্যরা গবেষণার বিষয়বস্তু খুঁজে পাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি এই কম্পিটিশনে অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই কম্পিটিশন নিয়মিতভাবে আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির উপদেষ্টা এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। বিচারকদের মধ্য থেকে বক্তব্য রাখেন এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুর রউফ। প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন আয়োজক কমিটির আহ্বায়ক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের প্রফেসর ড. আহসান হাবীব।

এর আগে বিকেল ৩টায় কম্পিটিশনের গ্র্যান্ড ফিনালে শুরু হয়। এতে জীববিজ্ঞান স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের মোট ১২ জন প্রতিযোগী তাদের থ্রি মিনিট থিসিস উপস্থাপন করেন। কম্পিটিশনে যৌথভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিজিই ডিসিপ্লিনের আরিফা আফরোজ রিমি, অন্বেষা সাহানি ও কেএম সেলিম আন্দালিব। রানারআপ হয় ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের মো. হাসান। পিপলস্ চয়েজ অ্যাওয়ার্ড পান বহ্নিশিখা চৌধুরী। পরে উপাচার্য প্রধান অতিথি হিসেবে থ্রি মিনিট থিসিস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া বাকি অংশগ্রহণকারীদের ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের প্রধান, শিক্ষক, প্রতিযোগীসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রফিককে গুলি করে হত্যার নেপথ্যে যা জানা গেল

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা, কী বললেন কোচ

জলবায়ু পরিবর্তনে বিপজ্জনক হয়ে পড়ছে কর্মক্ষেত্র

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল নেতা মিথুনের সদকায়ে জারিয়া

শীতের দাপটে জবুথবু জনজীবন 

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

অলিখিত ‘ফাইনালে’ মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা

শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি?

১০

বুড়ি তিস্তা খনন প্রকল্পে ক্ষুব্ধ কৃষকরা, প্রতিবাদে মশাল মিছিল

১১

বিজয় দিবস প্রীতি ম্যাচের জন্য / সৌম্য সরকারকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা, নেই লিটন

১২

যশোরেই প্রথম উড়েছিল বাংলাদেশের বিজয় নিশান

১৩

ভারতে ফেরত পাঠানো হলো সন্তানসহ অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে

১৪

বিপিএল শুরুর আগেই মিলল দুঃসংবাদ

১৫

সিরিয়ায় আসাদের পতনের পর ২১ অভিযান মার্কিন জোটের

১৬

সবার থেকে আপনার শীত বেশি লাগছে, জেনে নিন কারণ কী

১৭

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবার গোলাগুলি

১৮

ভারতের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৯

আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X