সিকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের পক্ষে বিবৃতিদানকারী প্রত্যেকেই লবিস্ট : সিকৃবি উপাচার্য

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা। ছবি : সংগৃহীত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা। ছবি : সংগৃহীত

ড. ইউনূসের পক্ষে বিবৃতিদানকারী ১৬০ জন নোবেলবিজয়ী ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে লবিস্ট বলে আখ্যায়িত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা।

আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তাসহ মোট ৫০ জন কৃষিবিদ ড. ইউনূসের ওপর চলমান মামলা স্থগিতের প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেন। বিবৃতির ব্যাপারে বক্তব্য দানকালে তিনি এই মন্তব্য করেন।

বিবৃতিতে বলা হয়, গত ২৮ আগস্ট ১৬০ জন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের সদস্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে প্রদত্ত এক খোলা চিঠিতে বাংলাদেশের শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়েছেন-যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি সার্বভৌম একটি দেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর অযাচিত হস্তক্ষেপ। দেশের বিবেকবান নাগরিক হিসেবে আমরা বাংলাদেশের বিচার প্রক্রিয়ার ওপর এ ধরনের অযাচিত হস্তক্ষেপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

বিবৃতিদাতারা বলেন, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণরূপে স্বাধীন। আমরা মনে করি, এ ধরনের চিঠি প্রদানের মাধ্যমে বিবৃতিদাতাগণ অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিকভাবে বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ করছেন। এ ধরনের বিবৃতি বা খোলা চিঠি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশের আইনে শ্রমিকদের প্রদত্ত অধিকার সংক্রান্ত বিধানাবলির সম্পূর্ণ পরিপন্থি। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, এ ধরনের বিবৃতি ও চিঠি প্রদান করে বিবৃতিদাতা সম্মানিত ও নোবেল বিজয়ীগণ প্রকৃতপক্ষে ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার পরিপন্থি কাজকেই উৎসাহিত করতে চেয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভুঞা বলেন, পৃথিবীর এত দেশের এত এত নোবেলজয়ী এবং ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই একসঙ্গে ড. ইউনূসের মামলার ব্যাপারে জেনে প্রতিবাদ জানানোটা মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়। অবশ্যই তারা লবিস্ট এবং কোনোভাবে মোটিভেটেড হয়ে এই কাজ করেছে। তা ছাড়া তারা একটি স্বাধীন সার্বভৌম দেশের বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করতে চাচ্ছে যা তারা কোনোভাবেই করতে পারে না। ড. ইউনূসের বিরুদ্ধে মামলা হওয়াটা একটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া। তিনি যদি অপরাধী হন তার শাস্তি হবে, আর নিরপরাধী হলে তাকে কোর্ট নিরপরাধী হিসেবে ঘোষণা দিবে। সে যদি নিরপরাধীই হয় তাহলে তাকে নিয়ে বিশ্বক্ষমতাধরদের এত ভয় কীসের?

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- কে আই বি সিলেট জেলা শাখার সভাপতি কৃষিবিদ মো. সাজিদুল ইসলাম, কে আই বি সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. সালাহ উদ্দিন আহমদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শাহ আলমগীর, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদ উদ্দিন মাহফুজ, সহঅধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর বেপারী, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন সরকার, অধ্যাপক ড. বিশ্বজিৎ দেবনাথ, অধ্যাপক ড. ফখরুল ইসলাম মুন্সী, অধ্যাপক ড. এম.এম. মাহবুব আলম, অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, কৃষিবিদ মো. আব্দুল আউয়াল, কৃষিবিদ মোহাম্মদ ছায়াদ মিয়া, কৃষিবিদ ডা. সুজন চন্দ্র সরকার, কৃষিবিদ ডা. সন্তোষ রঞ্জন পাল, কৃষিবিদ দেবাশীষ সাহা, কৃষিবিদ ড. মো. ইকবাল হোসেন, ড. পার্থ প্রতীম বর্মণ, ড. রানা রায়, ড. রাকিবুল হাসান, কৃষিবিদ খলিলুর রহমান ফয়সাল, ড. অশোক বিশ্বাস, কৃষিবিদ ডা. আফরাদুল ইসলাম, কৃষিবিদ ডা. শিপলু রায়, অধ্যাপক ড. পীযুশ কান্তি সরকার, অধ্যাপক ড. নির্মল কান্তি রায়, অধ্যাপক ড. জীতেন্দ্রনাথ অধিকারী, অধ্যাপক ড. মীর মো. ইকবাল হাসান, অধ্যাপক ড. সুমন পাল, অধ্যাপক ড. নাজিম উদ্দিন, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ড. তিলক চন্দ্র নাথ, অধ্যাপক ড. চন্দ্র কান্ত দাশ, অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল কবীর, ড. অসীম শিকদার, ড. শামীমা নাসরিন, কৃষিবিদ কিশোর কুমার সরকার, ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. আখতারুজ্জামান জুলহাস, ডা. নাবিলা ইলিয়াস, কৃষিবিদ সুমিত সরকার, ডা. ঋত্বিক দেব অপু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ ২৪ আগস্ট

টয়লেটে বসে দীর্ঘ সময় কাটান? যে ভয়াবহ রোগের ঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা

শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করলেন বাঁধন 

বেতন বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের মেহেরপুরে পৌরসভা ঘেরাও

বিশ্ব মশা দিবস / মশা দমনে সচেতনতাই আনবে কাঙ্ক্ষিত সফলতা

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

চার্টার্ড সেক্রেটারি : ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক পেশা 

সিজিএসের সংলাপে বক্তারা / রাজউক দুর্নীতিমুক্ত না হলে ঢাকা বাঁচবে না

যাদের নিয়ে উমামার প্যানেল ঘোষণা

১০

বিয়ের পর স্বাস্থ্য ও ভুঁড়ি বাড়ে কেন? যা বলছেন পুষ্টিবিদ

১১

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকছেন যারা

১২

ছাগল হত্যার অভিযোগে যুবক কারাগারে

১৩

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে বিশাল নিয়োগ, ৮ম শ্রেণি পাসেও আবেদন

১৪

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকি ইস্যুতে হেফাজতের বিবৃতি 

১৫

গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, গ্রাহকদের যে বার্তা দিল তিতাস

১৬

পাকিস্তানি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন বাংলাদেশি চিকিৎসক

১৭

আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান

১৮

রহস্যময় ছবির পাশে লেখা ‘আম্মু-আব্বু আমারে মাফ করে দিও’

১৯

এবার এনবিআরের ৩ কর্মকর্তাকে বদলি

২০
X