বেরোবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বেরোবি ক্যাম্পাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সংযোগ সড়কের পাশে আবর্জনার স্তূপ। ছবি : কালবেলা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সংযোগ সড়কের পাশে আবর্জনার স্তূপ। ছবি : কালবেলা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কবি হেয়াত মামুদ ভবনের সংযোগ সড়কের পাশে আবর্জনা ফেলায় ভোগান্তিতে সাধারণ শিক্ষার্থীরা। নাকমুখ চেপে চলাফেরা করতে হয় শিক্ষার্থীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যাম্পাসের কোথাও নেই ময়লা ফেলার নির্ধারিত জায়গা। চারটি পয়েন্টে ময়লা ফেললেও নেই সঠিক রক্ষণাবেক্ষণ। ফলে ক্যাম্পাসের যেখানে-সেখানে জমছে আবর্জনার ছোট ছোট স্তূপ। প্রশাসনের চরম উদাসীনতায় ৭৫ একরের এই ছোট ক্যাম্পাসটির এখন অস্বাস্থ্যকর অবস্থা।

এদিকে দেশে চলছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারিভাবে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচার। এই পরিস্থিতিতে বেরোবি ক্যাম্পাসে দেখা যাচ্ছে উল্টো চিত্র। যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় যেখানে-সেখানে আবর্জনা ফেলা হচ্ছে।

এমন পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী মনে করছেন অনেক শিক্ষক-শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখা সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে সাময়িক ময়লা ফেলার ৪টি নির্দিষ্ট পয়েন্ট রয়েছে। সেগুলো হলো- কবি হেয়াত মামুদ ভবনের সংযোগ সড়কের পাশে, ক্যাফেটেরিয়া ও প্রশাসনিক ভবনের মাঝে, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ডরমিটরি এলাকায়।

এরপরও যত্রতত্র আবর্জনা ফেলায় যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে ক্যাম্পাস। বঙ্গবন্ধু হলের পশ্চিমে, মুখতার ইলাহী হল ও লাইব্রেরির মাঝে, একাডেমিক ভবনগুলোর পেছনে। নানাবিধ অনুষ্ঠানের খাবারের প্যাকেট-উচ্ছিষ্ট, একাডেমিক ভবন ও ল্যাবের ব্যবহৃত জিনিসপত্র, ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ পাঠদানে ব্যাঘাত ঘটাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলো অন্য জায়গা থেকে আলাদা একটি পরিবেশ। সারা দেশে ডেঙ্গুর পরিস্থিতির কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই বিষয়টা দ্রুত সমাধান ও যথাযথ নজরদারিতে রাখা উচিত।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার এ এম এম শাহরিয়ার বলেন, মানুষের বায়ুবাহিত রোগ সাধারণত আবর্জনা থেকেই বেশি ছড়ায়। এমন অস্বাস্থ্যকর পরিবেশে শ্বাসকষ্ট, পেটের সমস্যা, ডায়রিয়া ও আমাশয়ের মতো রোগের জীবাণু সহজেই ছড়াতে পারে।

নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা হাফিজ আল আসাদ রুবেল বলেন, সমস্যার কথা যদি বলি কবি হেয়াত মামুদ ভবনের সামনের পয়েন্টটিতে একটু হয়ে থাকে। কারণ এই এলাকায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের পদচারণা বেশি। আমরা এই পয়েন্টটি স্থানান্তরের বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর শরিফুল ইসলাম বলেন, এ সমস্যা দূর করার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনিক ভবন ও ছেলেদের হলের সামনে এবং হল ও প্রশাসনিক ভবনের মাঝখানে এই তিন স্থানে বড় আকারের ডাস্টবিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করতেন তৌহিদ আফ্রিদি : আইনজীবী

৬ কোটি টাকার গার্ডার ব্রিজ এখন গলার কাঁটা

সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর

পাকিস্তানকে বন্যা সতর্কতা পাঠিয়ে শুভেচ্ছার নিদর্শন দেখালো ভারত

শহর পরিষ্কারের দায়িত্ব সবার নিতে হবে : ডিসি জাহিদুল

ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাভার্ডভ্যান চালক নিহত

মানবজাতিকে বিলুপ্ত করতে কতগুলো পরমাণু বোমা লাগবে?

নভেম্বরের মধ্যে ইকসু নির্বাচনের আশ্বাস উপাচার্যের

ঢাকায় এসেছেন বিএসএফ ডিজি দালজিৎ সিং চৌধুরী

৭৩৯ ওষুধের দাম নির্ধারণ সরকারের হাতে

১০

পুলিশের এডিসিকে ছুরিকাঘাত করা সেই ছিনতাইকারী গ্রেপ্তার

১১

সিজিএসের সংলাপ / দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর দাবি

১২

সৌরভ গাঙ্গুলী কি আসলেও ভারতের কোচ হচ্ছেন?

১৩

এক ইলিশ বিক্রি হলো ৬ হাজার টাকায়

১৪

হাইকোর্ট বিভাগে ২৫ জন বিচারক নিয়োগ

১৫

শিক্ষা খাতে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : ইউজিসি চেয়ারম্যান

১৬

ইউনাইটেড ফাইন্যান্সের নতুন মোবাইল অ্যাপ ‘উমা’ উদ্বোধন

১৭

আর্জেন্টাইন গায়িকার প্রেমে ভালোই মজেছেন ইয়ামাল

১৮

বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে : ড. ফরিদুজ্জামান

১৯

রাকসু নির্বাচন / দ্বিতীয় দিনে মনোনয়ন তুলেছেন ১৬ প্রার্থী

২০
X