জবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ এএম
অনলাইন সংস্করণ

জবিতে র‍্যাগিং, ৯ দিন পেরোলেও কার্যকর পদক্ষেপ নেই

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রথম বর্ষের (২০ ব্যাচ) শিক্ষার্থীদের সঙ্গে র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে। এদিন র‍্যাগিংয়ের কারণে প্রথম বর্ষের একজন নারী শিক্ষার্থী প্যানিক অ্যাটাক করেন। গত ৩০ জুলাই শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একটি শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়া হলে বিষয়টা আলোচনায় আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্তঃবিভাগ ফুটবল খেলা নিয়ে আলোচনার জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে যান ১৯ ব্যাচের শিক্ষার্থীরা। পরে সেখানে ম্যানার নিয়ে কথা বলেন অনেকে। প্রথম বর্ষের অসুস্থ একটি মেয়েকে ক্লাসে দাঁড় করিয়ে ‘ক্যাম্পাসে কেন চিনলে না’ জিজ্ঞেস করেন ১৯ ব্যাচের একজন নারী শিক্ষার্থী। পরে আরেকজন ছেলের সঙ্গে কথা বলার সময় প্যানিক অ্যাটাক করেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী।

এদিকে জানা গেছে, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে কোনো ছাত্র উপদেষ্টা থাকলেও শিক্ষার্থীরা তাদের সমস্যার কথা বলে না। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যোগাযোগ করা হলেও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালককে ফোনে পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে।

ঘটনার বর্ণনা দিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯ ব্যাচ) একাধিক শিক্ষার্থী জানান, মেয়েটি আগে থেকেই অসুস্থ ছিল। সে মাঝেমধ্যেই অজ্ঞান হয়ে যায়। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। সে সুস্থ হলে তার কাছে আমরা সবাই ‘সরি’ বলেছি।

এদিকে ভুক্তোভোগী ওই নারী শিক্ষার্থী বলেন, ‘গত ৩০ জুলাই দুপুর আনুমানিক আড়াইটার দিকে আমাদের একটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে কিছু সিনিয়র ভাই-বোন আমাদের ক্লাসে এসেছিলেন। সেদিন সকালে একটি আপুর সঙ্গে আমার দেখা হয়, যাকে আমি চিনতাম না। পরে ক্লাসে এসে আপু আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, আমি কেন এমন করেছি। আমি স্বাভাবিকভাবেই বলি, আপু, আমি তো আপনাকে চিনি না। পরে কয়েকজন ভাই এসে কিছুটা জোরে জোরে বলেন, চিনো না কেন? নাম জানো না কেন? এসব কথায় আমি হঠাৎ ভয় পেয়ে যাই এবং প্যানিক এ্যাটাক করে ফেলি।’

বিভাগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই ঘটনাটি ঘটে। পরে ইনস্টিটিউটের পরিচালক এবং সাবেক সহকারী প্রক্টর কাজী ফারুক হোসেন ভুক্তভোগীদের নোটিশ দিয়ে ডাকে। সঙ্গে ১৯ ব্যাচের শিক্ষার্থীদেরও ডাকা হয়। সেখানে কোনো নিষ্পত্তি করতে পারেনি ইনস্টিটিউট পরিচালক মনিরা জাহান। পরে বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হলে আলোচনায় আসে।

তবে এ বিষয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছেন ইনস্টিটিউটের পরিচালক। সূত্রে জানায়, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দিতে বলা হলেও কোনো গুরুত্ব দেয়নি তিনি। বিশ্ববিদ্যালয় থেকে যোগাযোগ করা হলেও ফোন ধরেনি বলে জানা যায়।

এ বিষয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান বলেন, আমাদের কেনো ব্যাচ কোনো প্রকার অভিযোগ করেনি। পরে আমরা বিষয়টা একজন শিক্ষার্থীর মাধ্যমে জানি। তাদের চিঠি দিয়ে কথা বলেছে ছাত্র উপদেষ্টারা। রোববার (১০ আগস্ট) লিখিত অভিযোগ দিবে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। উভয় ব্যাচের সঙ্গে বসে প্রশাসনকে জানানো হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, র‍্যাগিং সম্পর্কিত অভিযোগ তাৎক্ষণিক জানানোর দায়িত্ব বিভাগের। আমাদের প্রক্টরিয়াল বডিতে আইইআর থেকে কোনো অভিযোগ আসেনি। সাংবাদিকদের থেকে শুনে আমরা বিভাগীয় চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। ওনাকে ফোনে না পেয়ে আমরা ছাত্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছি। বুধবার (০৬ আগস্ট) এ বিষয়ে প্রক্টর অফিসে বিস্তারিত জানানোর কথা। কিন্তু আইইএর থেকে কোনো অভিযোগ পাঠানো হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন হবে : আজাদ

মঙ্গলবার থেকে বরিশাল-ঢাকা মহাসড়কে লাগাতার অবরোধের ঘোষণা ছাত্র-জনতার

১২০ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

দলের বিরুদ্ধে অভিযোগ এনে এনপিসির আরও এক নেতার পদত্যাগ

বাংলাদেশ ডিবেট ফেডারেশন চালু করল ‘স্কুল অব ডিবেট’

ইতালি গমনেচ্ছুদের ‘সুখবর’ দিল অন্তর্বর্তী সরকার

চীনে দুই যুদ্ধজাহাজের সংঘর্ষ

তারপরও অতৃপ্ত বাটলার

একাদশে ভর্তিতে প্রথম ধাপের আবেদনের সময় বাড়ল

৮ বছর ধরে ঝুলে আছে বিশ্বকবির নামাঙ্কিত প্রকল্প

১০

মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা

১১

দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করি : তারেক রহমান

১২

পারিশ্রমিক ইস্যুতে চিটাগং কিংসের নয়ছয়

১৩

ফের মাঠে নামছে জামায়াত

১৪

চার দিনে বিমান তৈরি করে আকাশে উড়াল রাজবাড়ীর রাহুল

১৫

মেজর সিনহার চরিত্রে শাকিব খান

১৬

ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

১৭

এ বছর মব সন্ত্রাসে ১১১ জন নিহত : আসক

১৮

কেন বারবার কাঁপছে তুরস্কের মাটি?

১৯

জ্বালানি খাতে এক বছরে সাশ্রয় ১৪ হাজার কোটি টাকা

২০
X