অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উদ্যোগে সম্প্রতি রিসার্চ ক্লাব ‘সিভিল রিসার্চ অ্যান্ড ইনোভেশন সোসাইটি’র অভিষেক উপলক্ষে ‘Concrete : The Most Widely Used Construction Material’ শীর্ষক একটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের সাবেক অধ্যাপক, পদ্মা সেতু এক্সপার্ট প্যানেল এবং প্রফেশনাল ইঞ্জিনিয়ারস বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. শামীমুজ্জামান বসুনিয়া।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যসচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী, সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ড. জাবের আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শামীমুজ্জামান বসুনিয়া ওনার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করেন। তাদের ইনোভেটিভ রিসার্চ, মর্ডান সফটওয়্যারের ব্যবহার এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে সম্পর্কিত টেকনিক্যাল বিষয়গুলোর ওপর পড়াশোনার ব্যাপারে অনুপ্রাণিত করেন।
নির্মাণ কাজে ব্যাপকভাবে ব্যবহৃত কংক্রিটের উন্নতমান নিশ্চিতকরণে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীদের গভীরভাবে রিসার্চের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির জন্য দিকনির্দেশনা প্রদান করেন তিনি। সিআরইএস স্থাপনের উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রশংসা করেন।
আলোচনা শেষে প্রফেসর বসুনিয়া প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
সম্মানিত অতিথিরা প্রফেসর শামীমুজ্জামান বসুনিয়াকে অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতির বক্তব্যে ড. জাবের আহমদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য প্রফেসর শামীমুজ্জামান বসুনিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার জন্য বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ভাইস চ্যান্সেলরকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ারসের অ্যাক্রেডিটেশনের জন্য কার্যক্রম শুরু করেছে এবং ইতোমধ্যে ওবিই সিলেবাস প্রণয়ন করে ইউজিসিতে পাঠানো হয়েছে, যা অচিরেই অনুমোদিত হবে।’
আলোচনা অনুষ্ঠানের পর অতিথিরা সিভিল ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রীদের নিজ হাতে করা বিভিন্ন প্রজেক্ট এক্সিবিশন স্টল পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের কাজের ভূয়সী প্রশংসা করেন ও গবেষণা চালিয়ে যাওয়ার জন্য তাদের অনুপ্রাণিত করেন।
সবশেষে সবার উপস্থিতিতে কেক কেটে সিআরইএসের উদ্বোধন ঘোষণা করা হয়।
মন্তব্য করুন