রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলন করেন বেরোবি শিক্ষার্থীদের একটি অংশ। ছবি : কালবেলা 
সংবাদ সম্মেলন করেন বেরোবি শিক্ষার্থীদের একটি অংশ। ছবি : কালবেলা 

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এ দিকে অনশনের বিরোধিতা করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীদের একটি পক্ষ। তারা প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান নিয়েছেন।

অনশনের বিরোধিতাকারী শিক্ষার্থীদের দাবি, আমরণ অনশনের পরিবর্তে প্রশাসনের আশ্বাস অনুযায়ী ১০ দিন অবস্থান কর্মসূচি পালন করা উচিত। তাদের অভিযোগ, অনশন কর্মসূচিতে বিভিন্ন পক্ষের সম্পৃক্ততা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।

তবে অনশনে বসা শিক্ষার্থীদের দাবি, দুজন শিক্ষার্থী লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত। তারা উন্মুক্ত এ কর্মসূচিতে ঢুকে এক দিন পরই অনশন ভেঙে দলীয় এজেন্ডা বাস্তবায়নে কাজ শুরু করেছেন।

আন্দোলনকারী বাংলা বিভাগের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, ‘আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করা। যতক্ষণ পর্যন্ত দাবি মানা হবে না, আমরা অনশনে থাকব।’

অনশনের দ্বিতীয় দিন গত সোমবার বিকেলে প্রশাসনিক ভবনের উত্তর গেটে অনশনরত শিক্ষার্থীদের কাছে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী। এ সময় উপাচার্য আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে ছাত্র সংসদের গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়নের কাজ আগামী ১০ দিনের মধ্যে করার আশ্বাস দিয়েছে। আগামী সপ্তাহ থেকে আমি দায়িত্ব নিয়ে কাজ করব। আমরা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ ছাত্র সংসদ অক্টোবরের মধ্যে শেষ করব। অক্টোবরের পরে সবার সঙ্গে আলোচনা করে আমাদের যে দাবি ও প্রত্যাশা, তা পূরণ করব।’

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনশন প্রত্যাহারের অনুরোধ জানালে আশ্বাস প্রত্যাখ্যান করে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। পরে রাত সাড়ে ১১টার দিকে উপাচার্যের দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনশন থেকে সরে দাঁড়ান ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শিবলী সাদিক ও সমাজবিজ্ঞান বিভাগের মুশফিকুর রহমান।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে তারা দুজনসহ শিক্ষার্থীদের একটি অংশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচি সংবাদ সম্মেলন করেন।

সেখানে শিবলী সাদিক বলেন, প্রশাসনের আশ্বাসে আমরা দুজন শিক্ষার্থী অনশন প্রত্যাহার করেছি। অনশন প্রত্যাহার করলেও এ দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রশাসন ও ইউজিসির পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ নিলেও শিক্ষার্থীদের একটি অংশ অনশন চালিয়ে যাওয়ায় সন্দেহ সৃষ্টি হয়েছে। আমরা জানতে পেরেছি, অনশনে নানা পক্ষ ঢুকে পড়েছে, যা আমাদের দাবিকে ব্যাহত করবে।

এ দিকে টানা তিন দিন ধরে অনশনে থাকা আট শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন। বাকিদের অনশনস্থলে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এরই মধ্যে ছাত্র সংসদ নিয়ে সংবিধি পরীক্ষা, চূড়ান্তকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জ্যেষ্ঠ সহকারী সচিব (লিগ্যাল) শেখ আনিসুজ্জামানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আস্ত কাঁচা মাছ চিবিয়ে খান তিনি

যুক্তরাষ্ট্রের শক্তিশালী বহুমাত্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত

পারমাণবিক অস্ত্রাগার উন্নত করছে চীন, নেপথ্যে কী?

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে আর্জেন্টাইন কোচ

গোপনে বিয়ে করলেন জিয়া মানেক

উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত 

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

উড্ডয়নের সময় এফএ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত, ককপিটে ছিলেন ২ পাইলট

ভবদহের চার দশকের দুঃখের অবসান হতে যাচ্ছে

এইচএসসি পাসেই এনজিওতে চাকরির সুযোগ

১০

সালমানকে নিয়ে অভিমান প্রকাশ করলেন ঐশ্বরিয়া

১১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভর্তি পরীক্ষা আজ

১২

এশিয়া কাপে কোন বোলারকে মিস করবে ভারত, জানালেন হরভজন

১৩

গণমাধ্যমের অনুকরণে স্যাটায়ার পেজে বিভ্রান্তি

১৪

ধূমপান না করেও ফুসফুসের ক্যানসার হতে পারে, যে লক্ষণ দেখে বুঝবেন

১৫

ডাকসুর প্রতিদ্বন্দ্বিতায় কারা এগিয়ে 

১৬

ডাকসুর ভিপি-জিএস প্রার্থীদের পরিচয়

১৭

কলম্বিয়ায় হেলিকপ্টার ও বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ১৮

১৮

১১ দল নিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট

১৯

হঠাৎ কেন মোবাইলের ডায়াল প্যাডে পরিবর্তন

২০
X