বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৯ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রাণিকল্যাণ আইন মেনে চলার আহ্বান বাকৃবি উপাচার্যের

বাকৃবিতে আয়োজিত এক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। ছবি : কালবেলা
বাকৃবিতে আয়োজিত এক কর্মশালায় বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। ছবি : কালবেলা

প্রাণিকল্যাণ আইন-২০১৯ সবাইকে মেনে চলতে হবে এবং বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। মানুষের মতোই প্রাণীদের আবেগ, অনুভূতি, ভালোলাগা, মন্দলাগা কাজ করে। তাই তাদের প্রতি সদাচরণ করা মানুষ হিসেবে আমাদের কর্তব্য। তাদের প্রতি নির্মম আচরণ কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।

প্রাণিকল্যাণ সমস্যা মূল্যায়নে আচরণের ভূমিকা-শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ওই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বাকৃবির ভেটেরিনারি অনুষদের আয়োজনে ও ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপলায়েড ইথোলজি (আইএসএই)-এর পৃষ্ঠপোষকতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

ড. এমদাদুল হক আরও বলেন, আমাদের দেশে যেভাবে পশু পরিবহন করা হয় তা অত্যন্ত অমানবিক ও নির্মম। এর ফলে পশু অধিকার ক্ষুণ্ন হয় এবং পশুর শারীরিক, মানসিক ক্ষতি সাধন হয়। এজন্য শুধু প্রাণির স্বার্থেই নয়, মানুষের স্বার্থের জন্যও পশু অধিকার নিশ্চিত করতে হবে।

কর্মশালার সভাপতি ও বাকৃবির সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জালাল উদ্দীন সরদার ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের পরিচালক ডা. মনোরঞ্জন ধর। এ ছাড়া অতিথি হিসেবে রাবির ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিনসহ বাকৃবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কর্মশালার সেক্রেটারি ও বাকৃবির মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম আরিফুল ইসলাম। দিনব্যাপী কর্মশালায় টেকনিক্যাল সেশনে প্রাণিকল্যাণ সম্পর্কিত ছয়টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

এসময় বাকৃবির ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড মো আব্দুল আউয়াল বলেন, পশুর সাথে ভালো ব্যবহার না করলে ভালো প্রতিদান পাওয়া যাবে না। এতে উৎপাদন বৃদ্ধি পাবে না, প্রাণিসম্পদের স্থায়িত্ব রক্ষা করা সম্ভব হবে না। তাই বর্তমান প্রেক্ষাপটে কর্মশালার বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী। আমি আয়োজক কমিটির সকলকে, পাশাপাশি পশু অধিকার নিয়ে যারা কাজ করে তাদের সকলকে ধন্যবাদ জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

মোস্তাফিজ–তাসকিনের দ্বৈরথে শেষ হাসি মোস্তাফিজের

ভালুকায় শিশুদের টিকা দিতে এসে ফিরে যাচ্ছেন মায়েরা

দু-একটি সিটের জন্য কতিপয় দল বিক্রি হয়ে যাচ্ছে : হাসনাত আবদুল্লাহ

জনতার ঢলে পরিপূর্ণ তারেক রহমানের সংবর্ধনাস্থল

ছাত্রশিবিরের সদস্য সম্মেলন শুক্রবার

ফ্যাসিবাদবিরোধী জনগণের কাছে এক আশার বাতিঘর তারেক রহমান: নাছির উদ্দীন নাছির

তারেক রহমানকে স্বাগত জানাতে যত আয়োজন

তারেক রহমানের সংবর্ধনা ঘিরে জামায়াতে ইসলামীর শঙ্কা

দুদক কমিশনের সদস্য সংখ্যা বাড়িয়ে পাঁচ, জারি হলো অধ্যাদেশ

১০

হাদি হত্যায় ফয়সালের স্ত্রী-বান্ধবী-শ্যালকের দোষ স্বীকার 

১১

যেভাবে জানতে পারবেন তারেক রহমানকে বহনকারী ফ্লাইটের সর্বশেষ অবস্থান

১২

বড়দিনের শুভেচ্ছা তারেক রহমানের

১৩

তারেক রহমানকে বহনকারী ফ্লাইট পরিচালনায় যে ৩ পাইলট

১৪

মধুর ক্যান্টিনে ভাঙচুর করা ব্যক্তির বিষয়ে যা জানা গেল

১৫

শেষ মুহূর্তে সিলেট টাইটান্সের বড় চমক

১৬

শ্রাবণের পরিবর্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী আজাদ

১৭

সিলেটে এক ঘণ্টা অবস্থান করবেন তারেক রহমান, কড়া নিরাপত্তা

১৮

ভোটারদের কাছে নিরাপত্তাই এখন বড় রাজনৈতিক প্রত্যাশা

১৯

স্লোগানে-স্লোগানে রাতেও মুখর ৩০০ ফিট এলাকা

২০
X