শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার উদ্বোধন

১৬তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার জাতীয় রাউন্ডের উদ্বোধন। ছবি : কালবেলা
১৬তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার জাতীয় রাউন্ডের উদ্বোধন। ছবি : কালবেলা

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) বাংলাদেশ ডেলিগেশনের হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি বলেছেন, আন্তর্জাতিক মানবিক আইন সশস্ত্র সংঘাতে ন্যূনতম মানবিকতার মানদণ্ড নির্ধারণ করে, যা অবশ্যই মেনে চলা উচিত।

তিনি বলেন, যুদ্ধের কারণ বা উদ্দেশ্য যাই হোক না কেন, এর নিয়মগুলো সব পক্ষের জন্য প্রযোজ্য। আমরা ইতিহাসের এমন এক সময়ে আছি যখন যুদ্ধ এবং সংঘাত বেড়েই চলেছে। এই সময় সশস্ত্র সংঘাতের আইনগুলোর প্রতি আমাদের পুনর্নির্বাচন করা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই আইনগুলো প্রতিটি দেশ সংঘাতের পরিণতি সীমিত করবে।

শুক্রবার (২৯ আগস্ট) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ১৬তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার জাতীয় রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও আইইউবি যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আইএইচএলের প্রতি আইনের তরুণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ও আগ্রহ তৈরি করা এবং তাদের অ্যাডভোকেসির দক্ষতা বাড়ানোই হচ্ছে এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। আগামী দুই দিন শিক্ষার্থীরা আইএইচএলের উপর একটি কাল্পনিক কেসস্টাডি বিষয়ে তাদের আইনি যুক্তি উপস্থাপন করবে, যা দেশে আইন শিক্ষার অগ্রগতি এবং আন্তর্জাতিক মানবিক আইন (আইএইচএল) প্রচারের ক্ষেত্রে একটি মাইলফলক।

রেড ক্রসের সহ-প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের নামে আয়োজিত এই প্রতিযোগিতার সূচনা হয় ২০০১ সালে। শুরু থেকেই এটি ধারাবাহিকভাবে বিকশিত হয়েছে এবং বর্তমানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জাতীয় ও আঞ্চলিক পর্ব অন্তর্ভুক্ত করছে।

এ বছর অংশগ্রহণকারীরা সশস্ত্র সংঘাত ও মানবাধিকার সম্পর্কিত জটিল আইনি যুক্তি নিয়ে বিতর্কে অংশগ্রহণ করবেন। বিজয়ী দল আগামী বছর হংকংয়ে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক পর্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ১৭টি বিশ্ববিদ্যালয় থেকে ৫১ জন অংশগ্রহণকারী দলগুলো বিশিষ্ট আইনজ্ঞ ও বিশেষজ্ঞদের সামনে তাদের যুক্তি উপস্থাপন করেন। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের গবেষণা, বিশ্লেষণ, অ্যাডভোকেসি ও জনসমক্ষে বক্তব্য প্রদানের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক মানবিক আইন প্রচার ও সংরক্ষণের জন্য আইসিআরসি নানা উদ্যোগ নিয়ে কাজ করছে। এর মধ্যে হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা অন্যতম। এর মাধ্যমে আইন শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে আইএইচএল সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে মানবিক নীতিমালা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও প্রতিষ্ঠিত থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

১০

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১১

নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ

১২

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা

১৩

‘নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’

১৪

লজ্জাবতী বানরের প্রধান খাদ্য জিগার গাছের আঠা!

১৫

নুরের শারীরিক সর্বশেষ অবস্থা জানালেন রাশেদ

১৬

আকাশ বহুমুখী সমবায় সমিতি ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

শ্রীমঙ্গলে পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ 

১৮

মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে : ডা. তাহের

১৯

২০ বল করার জন্য ৩৪ হাজার কিলোমিটার উড়ে যাচ্ছেন অজি স্পিনার

২০
X