

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বেলা সাড়ে ৩টা পর্যন্ত গড়ে ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী।
গোলাম রাব্বানী বলেন, ‘সব কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আমার সিনেট কেন্দ্রে ইতোমধ্যে ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। অন্যান্য কেন্দ্রগুলোর যে খবর সেখানেও এমন তথ্য পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ দেখবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না। যথেষ্ট সিসিটিভি ক্যামেরা রয়েছে।’
মন্তব্য করুন