বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেসে অ্যান্ড টেকনোলজি, বিইউবিটিতে আয়োজিত ৩ দিনব্যাপী ‘বিইউবিটি-বিএপিএস ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প ২০২৫’ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রবলেম সেটারস (বিএপিএস) ও সিএসই বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার শাহরিয়ার মনজুর।
অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, বিচারক, বিএপিএস এবং মো. সাইফুর রহমান, চেয়ারম্যান, সিএসই বিভাগ।
অতিথিদের মধ্যে বিএপিএসের বিচারক মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম ও সিএসই বিভাগের চেয়ারম্যান মো. সাইফুর রহমান উপস্থিত ছিলেন।
আয়োজন সম্পর্কে বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী বলেন, ‘এই জাতীয় প্রোগ্রামিং ক্যাম্প শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিযোগিতামূলক মানসিকতা ও গবেষণার প্রতি আগ্রহকে আরও বেগবান করবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ তরুণ প্রোগ্রামারদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য অর্জনে সহায়তা করবে।’
তিন দিনব্যাপী এই ক্যাম্পে দেশের ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা নিবিড় প্রশিক্ষণ সেশন, হাতে-কলমে প্রোগ্রামিং অনুশীলন এবং একাধিক প্রবলেম-সলভিং কনটেস্টে অংশ নিয়ে নিজেদের দক্ষতা শানিত করেন। খ্যাতিমান প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের প্রোগ্রামিং, সমস্যা সমাধান ও দলগত দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন, যা তাদের আসন্ন আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫-এর জন্য প্রস্তুত করবে।
ক্যাম্পের শেষ দিনে অনুষ্ঠিত হয় এক প্রবলেম-সলভিং কনটেস্ট, যেখানে অংশগ্রহণকারীরা শেখা জ্ঞানকে বাস্তবে প্রয়োগের সুযোগ পান। সমাপনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণকারী দশজন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উৎসাহ ও নিষ্ঠার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে এই ক্যাম্প দেশের তরুণ প্রোগ্রামারদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে।
বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই জাতীয় প্রোগ্রামিং ক্যাম্প বিইউবিটির উদ্ভাবন, জ্ঞান বিনিময় ও একাডেমিক উৎকর্ষতা অর্জনের প্রতিশ্রুতিকে আরও একবার সুদৃঢ়ভাবে প্রমাণ করেছে।
মন্তব্য করুন