

দেশের উত্তর-পূর্ব দিকের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিত বলে জানিয়েছে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ তাপমাত্রা শুরু হওয়ার আশঙ্কা কথাও জানান তিনি।
শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফায়েড আইডিতে এ পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ লিখেন, আজ দুপুর ১টা ১০ মিনিটের সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের উত্তর-পূর্ব দিকের বেশিরভাগ জেলার ওপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের গাজীপুর, কিশোরগঞ্জ জেলা; চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লা জেলা এবং সিলেট বিভাগের কোনো কোনো জেলার ওপরে হালকা মানের কুয়াশার উপস্থিতি রয়েছে।
তিনি লিখেন, আজ রাতে খুলনা ছাড়া অন্য ৭টি বিভাগের জেলাগুলোর ওপরে আবারও হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতির আশঙ্কা করা যাচ্ছে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে। হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার আশঙ্কা করা যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোর ওপরে। আজ সন্ধ্যার পর থেকে খুবই ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার আশঙ্কা করা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের সব জেলার ওপরে।
তিনি আরও লিখেন, শনিবার সন্ধ্যার পর থেকে রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, ও ঢাকা বিভাগের বিভিন্ন নদনদীর ওপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশঙ্কা করা যাচ্ছে। ফলে এই সব বিভাগের নদনদীতে চলাচল করা নৌযানকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশেষ করে মেঘনা, সুরমা, কুশিয়ারা নদীর ওপরে ঘন কুয়াশা থাকার আশঙ্কা করা যাচ্ছে।
মোস্তফা কামাল পলাশ লিখেন, শনিবার সন্ধ্যার পর থেকে আবারও উত্তর-পশ্চিম ভারত থেকে আগত কুয়াশার বলয় রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোর ওপর প্রবেশ করা শুরু করেছে। ফলে সন্ধ্যার পর থেকে আবারও দেশব্যাপী কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়া শুরু করবে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ তাপমাত্রা শুরু হওয়ার আশঙ্কা করা যাচ্ছে দেশব্যাপী। আগামীকাল রোববার (০৪ জানুয়ারি) রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে।
মন্তব্য করুন