ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কুবির সঙ্গে বিসিএসআইআর’র সমঝোতা চুক্তি সই

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

টেকসই উন্নয়নের লক্ষ্যে পাঁচ বছরের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ।

আজ রোববার (১৮ জুন) সকালে ঢাকা ধানমন্ডিতে অবস্থিত বিসিএসআইআরের সভা কক্ষে এই চুক্তি সই হয়। ওই সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন ও বিসিএসআইআরের পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ এই চুক্তি সই করেন।

চুক্তির সাক্ষী হিসেবে কুবির পক্ষে সই করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী এবং আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ। এ ছাড়া বিসিএসআইআরের পক্ষে সই করেন বিসিএসআইআরের সচিব শাহ আবদুল তারিক এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার ও রিসার্চ কোঅর্ডিনেটর মো. অহিদুল আকবর।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট আটটি ধারায় এই চুক্তি সই হয়েছে। ভবিষ্যতে গবেষণার মাধ্যমে দেশের টেকসই উন্নয়নে দুটি প্রতিষ্ঠানই বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার, গবেষণা প্রকল্পে সহায়তা, ডিজাইন ও বাস্তবায়নে কাজ করবে। ধারাগুলোর প্রধান উদ্দেশ্য হলো—জার্নাল আর্টিকেল শেয়ারিং, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত তথ্য আদান-প্রদান, সেই বিষয়ে সম্মেলন-সেমিনার, যৌথ তত্ত্বাবধানে স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি প্রদান, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আদান-প্রদান, যৌথ প্রকাশনা ও গবেষণা ফলাফলের পেটেন্ট প্রক্রিয়াকরণ এবং প্রতিষ্ঠান দুটির গবেষণা প্রদর্শন ও প্রশিক্ষণের ব্যবস্থাকরণ।

এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, মানসম্মত শিক্ষাকে এগিয়ে নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিশনের অংশ হিসেবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। এই চুক্তি বিজ্ঞান, গবেষণা ও শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে আমাদের যৌথ লক্ষ্যকে সহজতর করবে। বিসিএসআইআরের সঙ্গে ইন্টার্নশিপ, ফেলোশিপ এবং যৌথ গবেষণা কার্যক্রমে অংশগ্রহণে আমাদের শিক্ষার্থীরা সুযোগ পাবে। এ ছাড়া আমাদের শিক্ষাবিদ এবং গবেষকরা বিসিএসআইআরে দক্ষতা এবং ডেটার বিশাল ভাণ্ডারে ব্যবহার করে সহযোগিতামূলক প্রকল্পে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন। এটি নিঃসন্দেহে আমাদের জাতির সামগ্রিক অগ্রগতিতে অবদান রাখবে।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, কুবি একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মুশফিক মান্নান চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. গোলাম মর্তুজা তালুকদারসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১০

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১১

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১২

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৩

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৪

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৫

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৬

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৭

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৮

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

১৯

চট্টগ্রামের মিষ্টি কারখানায় স্বাস্থ্যঝুঁকি, মধুবন ফুডকে জরিমানা

২০
X