ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষা ছাড়াই ঢাবিতে ভর্তির সুযোগ পেলেন ৪৯ খেলোয়াড়

ঢাকা বিশ্ববিদ্যালয়। গ্রাফিক্স : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়। গ্রাফিক্স : কালবেলা

২০২২-২৩ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিকবিজ্ঞান ইউনিটে খেলোয়াড় কোটায় ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৪৯ জন খেলোয়াড়। ঢাবির নতুন নীতিমালার আওতায় ভর্তি পরীক্ষা ছাড়াই তারা ভর্তির সুযোগ পেয়েছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদে ডিন অফিস থেকে প্রাথমিকভাবে ৪৯ জনকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিতদের তালিকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অফিসে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের সোমবার থেকে আগামী বুধবারের মধ্যে অফিস চলাকালে উপস্থিত হয়ে নির্ধারিত ফি দিয়ে বিষয় পছন্দ ফরম কলা অনুষদের ডিন কার্যালয় থেকে সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে বলা হয়েছে। তবে বাণিজ্য, বিজ্ঞান ও চারুকলা অনুষদের তালিকা চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ফুটবলার আনিছুর রহমান জিকো, শেখ মোরসালিন, মো. মেরাজ হোসেন, ঋতুপর্না চাকমা, নিলুফা ইয়াসমিন নিলা ও রেহেনা আক্তার।

জাতীয় দলের ক্রিকেটার মো. তাওহীদ হৃদয় ছাড়াও প্রাথমিকভাবে ক্রিকেটে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- আরিফুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল, শাহরিয়ার সাকিব, মাহফিজুল ইসলাম, সাকিব শাহরিয়ার, আশরাফুল ইসলাম সিয়াম, নাহিদা আক্তার, দিপা খাতুন, রিয়া আক্তার শিখা, মিষ্টি রানী সাহা ও হালিমাতুল সাদিয়া।

অ্যাথলেটিকসে প্রাথমিকভাবে নির্বাচিত ব্যক্তিদের মধ্যে আছেন- মো. খালিদ মুহিবুল্লাহ, নুসরাত জাহান রুনা, নেহা রানী অধিকারী ও জুয়ায়রীয়া অধিকারী। এ ছাড়া, সাঁতার থেকে ভর্তির সুযোগ পেয়েছেন শ্রাবন্তী আক্তার। রোল বল থেকে ভর্তির সুযোগ পেয়েছেন ইসরাত জাহান রুমা। খো খো খেলোয়াড়দের মধ্যে প্রাথমিকভাবে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন মোছা. লামিয়া আক্তার লিমা ও মোছা. রাশিদা আক্তার। আর্চারি থেকে ভর্তির সুযোগ পেয়েছেন দিয়া সিদ্দিকী, হিমু বাছাড় ও প্রদীপ্ত চাকমা। এ ছাড়া, উশু থেকে ভর্তির সুযোগ পেয়েছেন মো. আবদুল্লাহ আল সাদিক। ব্যাডমিন্টন খেলোয়াড়দের মধ্যে প্রাথমিকভাবে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন খন্দকার আবদুস সোয়াদ, ফারজানা সুলতানা ঐশী ও গৌরব সিংহ। বক্সিং এ ভর্তির সুযোগ পেয়েছেন আফরা খন্দকার, বাস্কেটবলে সুযোগ পেয়েছেন অনিরুদ্ধ তালুকদার বর্ণ।

ভলিবল খেলোয়াড়দের মধ্যে আছেন- মো. রিফাত হোসেন, আলী আল মুরাম্মার রাকেশ সৈকত, মোসা. টুম্পা আক্তার ও তানভীর হোসেন তন্ময়। শ্যুটিং এ মনিকা আহমেদ ইমা, কারাতে খেলোয়াড় জান্নাতুল ফেরদৌস সুমী, হ্যান্ডবলে খেলোয়াড় নুসরাত জাহান নূপুরও ভর্তির সুযোগ পেয়েছেন। এ ছাড়া, হকিতে আলামিন মিয়া, আমিরুল ইসলাম, মো. আবেদ উদ্দিন, এম এম মেহরাব হাসান সামিন ও মো. রাকিবুল হাসান, জুডোতে মো. সামসুদ্দোহা সৌরভ ও তায়কোয়ানডোতে ফয়সাল আহমেদও ভর্তির সুযোগ পেয়েছেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গত ৫ জুলাই থেকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা দিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করেন দেশের বিভিন্ন বিভাগের পেশাদার ক্রীড়াবিদরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস 

শ্যামনগর যুবদলের নতুন আহ্বায়ক শেখ নাজমুল হক

বাবাকে হত্যার তিন দিন আগেই কবর খোঁড়েন ছেলে

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে : মির্জা ফখরুল

লোকালয়ে ঘুরছে বাঘ, বিজিবির সতর্কবার্তা

যে তিন নায়িকা নিয়ে কাজ করতে চান যিশু

নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে : সিইসি 

‘আদালতের প্রতি আস্থা নেই’ বলে জামিন চাননি লতিফ সিদ্দিকী

সপ্তাহের সেরা সরকারি চাকরির বিজ্ঞপ্তি, পদ ৪ শতাধিক

শুল্কারোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাজার, ভয়াবহ চাপে ভারত

১০

খুলনায় জুয়াকের মতবিনিময় সভা ও আড্ডা অনুষ্ঠিত

১১

পাঞ্জাবে চার দশকের মধ্যে ভয়াবহ বন্যা, শঙ্কায় পাকিস্তান

১২

জীবন বীমা করপোরেশনে চাকরির সুযোগ 

১৩

এশিয়া কাপের প্রথম ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ

১৪

গুমের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি গোলাম পরওয়ারের

১৫

ময়মনসিংহে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন

১৬

অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

১৭

ক্রিকেটারদের সারা বছর অনুশীলনে রাখতে বিসিবির নতুন উদ্যোগ

১৮

নারায়ণগঞ্জ বার নির্বাচনে ১৬-১ ব্যবধানে বিএনপি প্যানেলের জয়

১৯

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ভাইকে মারধর

২০
X