চবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ফের ইসলামিক ব্যাংকস শরিয়াহ্ বোর্ডের চেয়ারম্যান চবি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন

চবি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন। ছবি : সংগৃহীত
চবি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন। ছবি : সংগৃহীত

সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। ২০২৩-২০২৭ কার্যকালের জন্য তিনি এ পদে নির্বাচিত হয়েছেন। তাছাড়া সেক্রেটারি জেনারেল পদে মো. আবদুল্লাহ্ শরীফ এবং ভাইস চেয়ারম্যান পদে অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে বোর্ডের ২৮টি সদস্যব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরিয়াহ সুপারভাইজরি কমিটি/শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য সচিব/সচিবরা ভোট প্রদান করেন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমেদ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান ডিপার্টমেন্টের ডিরেক্টর ড. মোহাম্মদ আমির হোসেন প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার বলেন, এই দায়িত্বপ্রাপ্তিতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা চাই, ইসলামী অর্থনীতির বিকাশ হোক। সুদবিহীন ব্যাংকিং সিস্টেম চালু হোক। বৈশ্বিক উন্নয়নে অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় সুদ দায়ী।

তিনি বলেন, দেশের ইসলামী ব্যাংকগুলো সেই সুদমুক্ত ব্যাংকিং সিস্টেম চালুর জন্য কাজ করে যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, ইউরোপেও শুরু হয়েছে ইসলামিক ব্যাংকিং সিস্টেম। এক্ষেত্রে বাংলাদেশ রোল মডেল হতে পারে। এই গুরুদায়িত্বে সবার সহযোগিতা কামনা করছি।

অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দ্বিতীয়বারের মতো সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ঢাকার উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা দ্য সিটি ব্যাংক, মেঘনা ব্যাংক, আইএফআইসি ব্যাংকের এবং বেক্সিমকো গ্রিন সুকুক শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো. আবদুল্লাহ্ শরীফ দ্য সিটি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ্ অ্যাডভাইজরি কমিটি, ইসলামিক ব্যাংকিং আইন প্রণয়ন কমিটি এবং এওফির অ্যাডুকেশন বোর্ডের সদস্য। তিনি তৃতীয়বারের মতো সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতারণার অভিযোগ / আর্টসেলের বিরুদ্ধে মামলা করলেন রাকসুর জিএস

বিএনপির এমপি প্রার্থী তুলির বিরুদ্ধে মামলা

ট্রাম্পের মহানুভবতা, ক্ষমা পেল দুই টার্কি মুরগি

ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

ঘরে বসেই ৬০ সেকেন্ডের পরীক্ষায় জেনে নিন আপনার ফুসফুসের অবস্থা কেমন 

খেলোয়াড়ের ওপর ভেঙে পড়ল বাস্কেটবলের পোল

বাউল শিল্পীদের ওপর ফের হামলা

২৩ মাস পর গ্যাস সংযোগ পেল যমুনা সার কারখানা

কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন

সুখবর পেলেন মহিলা দলের নেত্রী পাপিয়া

১০

কিডনির রোগ নিয়ে প্রচলিত ১৭ ভুল ধারণা, সত্যতা জেনে নিন এখনই

১১

শেখ হাসিনার স্বর্ণ নিয়ে যে তথ্য দিলেন দুদক মহাপরিচালক

১২

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে জবি শিক্ষার্থী সংসদ নির্বাচনে ডোপ টেস্ট স্থগিত

১৩

স্বর্ণের দামে বড় লাফ, দুই সপ্তাহে সর্বোচ্চ

১৪

ভর্তি ফি কমানোর দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

১৫

হরিণের মাথা-পা-মাংস ও ফাঁদসহ শিকারি আটক

১৬

প্রসূতির মরদেহ রেখে পালানো সেই ক্লিনিক সিলগালা

১৭

‘মিস ইউনিভার্স’ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৮

দেশের সব কলেজকে ‘অতীব জরুরি’ নির্দেশনা

১৯

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

২০
X