বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে (বিডিইউ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম পিইঞ্জসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষর্থীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নিয়ে নির্মিত তথ্যবহুল ডকুড্রামা ‘হাসিনা : এ ডটারস টেল’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা তা উপভোগ করেন।
মন্তব্য করুন