বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে আয়োজনটি সম্পন্ন হয়।
শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তৃতায় বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান বলেন, ছোট্ট নিষ্পাপ শিশু রাসেল হতে পারত বাংলাদেশের পরবর্তী কর্ণধার। ঘাতকের বুলেট রাসেলের প্রাণ কেড়ে নিতে পারলেও তার উচ্ছলতা এখন বাংলাদেশের লাখো শিশুর অনুপ্রেরণা।
বঙ্গবন্ধুর আদরের সন্তানের প্রতি ভালোবাসা দেখাতে হলে দেশের জন্য কাজ করতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান উপাচার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মশিউর রহমান খান, সঞ্চালনায় ছিলেন শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্ম ১৯৬৪ সালের ১৮ অক্টোবর। ১৯৭৫ সালের ভয়াল ১৫ আগস্টের কালরাত্রিতে ঘাতকের বুলেটে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে শহীদ হন।
মন্তব্য করুন