দেশজুড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসন ভবনসহ বিভিন্ন অনুষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে দেয় বাকৃবি শাখা ছাত্রদল। তবে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম স্বভাবিক রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার (৬ নভেম্বর) সকালে বাকৃবির প্রশাসনিক ভবন, পশুপালন অনুষদ, কৃষি অনুষদ, গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদসহ অন্যান্য অনুষদের গেটে তালা দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। তালার পাশাপাশি ঝুলানো হয় অবরোধ সমর্থনে ছাত্রদলের ব্যানার। ব্যানারে লেখা ‘একদফা দাবিতে সর্বাত্মক অবরোধ। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আরিফ সাকিল বলেন, যে ভবনগুলোতে তালা দেওয়া হয়েছিল, সেগুলো খুলে ফেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার বিষয়ে উপাচার্য অবগত আছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হবে। তাদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ও স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত আছে বলেও জানান তিনি।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, বাংলাদেশের সব শিক্ষার্থী চলমান একদফা আন্দোলন সমর্থন করেছে। সচেতন শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে আমাদের সঙ্গে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের আন্দোলন চলছে, সামনেও চলবে।’
মন্তব্য করুন