বিএনপির অবরোধের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (৬ নভেম্বর) দুপুরে শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এ ছাড়া অবরোধের দিনে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ চত্বরে ছাত্রলীগের নেতার্কীরা অবস্থান নিয়ে ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ‘বিএনপিসহ স্বাধীনতা বিরোধীদলগুলোর অবৈধ কর্মসূচি প্রতিহিত করতে আমরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। কোনো ধরনের মৌলবাদী গোষ্ঠীকে ক্যাম্পাসে প্রশ্রয় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে ছাত্রলীগ সব সময় কাজ করে যাচ্ছে।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিবের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ভাস্কর সাহা, সাদিকুল ইসলাম সাদিক, নিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম মিয়া, সাবেক উপক্রিড়া সম্পাদক রাব্বিউল হাসান রূপক, মতিহার হলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম নিলয়সহ ২ শতাধিক নেতাকর্মী।
মন্তব্য করুন