খুবি প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

খুবি শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রিজ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামনে নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রিজ। ছবি : কালবেলা
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামনে নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রিজ। ছবি : কালবেলা

নগরীর প্রবেশদ্বার গল্লামারি এলাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামনে নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রিজ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পারাপার, সড়কের পাশে বাজার ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যেতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন পথচারীরা। ভোগান্তি লাঘবে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রিজ। এর ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার ফল বাস্তবে রূপ নিচ্ছে।

ইতোমধ্যে খুবির প্রধান ফটকের সামনে ফুট ওভার ব্রিজের নির্মাণকাজ শুরু হয়েছে। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। ১১টি পিলারের ওপর ব্রিজের স্টিল প্লেট স্থাপন করা হবে। প্লেট তৈরির কাজ চট্টগ্রামের একটি ওয়ার্কশপে চলমান রয়েছে। ১১টি পিলারের মধ্যে ইতোমধ্যে ৫টি পিলারের বেজ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। যা মূল কাজের ২৫ থেকে ৩০ শতাংশ। বাকি পিলারগুলোর বেজ ঢালাইয়ের কাজ দ্রুতই সম্পন্ন হবে।

ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ৩ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা পাস হয়েছে।

সওজ সূত্রে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য তাগিদ দিয়ে আসছিল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরও ডিও লেটার দেন। স্থানীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য ডিও লেটার দেন। এরই পরিপ্রেক্ষিতে খুলনা সওজ ওই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য গত বছরের শেষের দিকে পরিকল্পনা গ্রহণ করে।

খুলনা সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ জানান, হানিফ ফ্লাইওভার থেকে নেমে প্রথম যে ফ্লাইওভারটা নৌকার মতো ঠিক সেই আদলে এ ফুটওভার ব্রিজটি হবে। ব্রিজটিতে এসটিলেটর ব্যবহারের ফ্যাসালিটি রাখা হয়েছে।

তিনি বলেন, ব্রিজটি হবে খুবই দৃষ্টিনন্দন। ব্রিজটি নির্মিত হলে দুর্ঘটনা রোধসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীসহ সাধরণ পথচারীরা ফুটওভার ব্রিজ দিয়ে অবাধে চলাচল করতে পারবেন। কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত সময় ৩০ ডিসেম্বরের মধ্যে ফুট ওভার ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আশিক-উর-রহমান বলেন, ব্রিজটি নির্মাণ হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থা অনেকটা পরিবর্তন ঘটবে ও শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এমন একটি ব্যবস্থা দেখতে চাই, ব্রিজটি যেন জনসেবায় ব্যবহৃত হয়, জনগণের জন্য কোনো ভীতিকর পরিবেশ তৈরি না করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন: নেশামুক্ত হল গড়ার অঙ্গীকার আবু সাঈদের

সাঈদীর বিরুদ্ধে হাসিনা মিথ্যা সাক্ষী বানিয়েছিল: রিজভী

নিজেই বানিয়ে ফেলুন সানব্রাস্ট মিরর

জুলাই সনদের ব্যাপারে নির্বাচিত সরকারই আইন ও সংবিধান সংশোধন করবে : রিজভী

ফেসবুকে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি : নেতাকর্মীদের যে অনুরোধ করলেন রিজভী

বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান : এ্যানি

নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ব্যারিস্টার অসীম

আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়ল সাইফের ‘গো বিয়ন্ড’

জুলাই সনদে মতামত দিল আরও ৩ দল 

গাজার পক্ষে থাকতে মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর চিঠি

১০

পেটের মেদ কমাতে এই ৬টি খাবার বাদ দিন

১১

কী কী চুক্তি-সমঝোতা স্মারক সই হলো বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে

১২

শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

১৩

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ চূড়ান্ত, জেনে নিন কবে কখন ম্যাচ

১৪

মুখ খুললেন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী

১৫

ইরানে অভিযান, ইসরায়েলসংশ্লিষ্ট ছয়জন নিহত

১৬

টানা বৃষ্টি কতদিন থাকবে, জানালেন আবহাওয়াবিদ

১৭

স্থায়ীভাবে সিনেমা থেকে সরে দাঁড়াবেন জলিল-বর্ষা দম্পতি

১৮

খোলা মাঠে ১০ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত বৃদ্ধ

১৯

যুদ্ধ বন্ধে ব্যস্ত হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা

২০
X