খুবি প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

খুবি শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রিজ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামনে নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রিজ। ছবি : কালবেলা
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামনে নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রিজ। ছবি : কালবেলা

নগরীর প্রবেশদ্বার গল্লামারি এলাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সামনে নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রিজ। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পারাপার, সড়কের পাশে বাজার ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যেতে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়েন পথচারীরা। ভোগান্তি লাঘবে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে প্রথমবারের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে নির্মাণ হচ্ছে ফুটওভার ব্রিজ। এর ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার ফল বাস্তবে রূপ নিচ্ছে।

ইতোমধ্যে খুবির প্রধান ফটকের সামনে ফুট ওভার ব্রিজের নির্মাণকাজ শুরু হয়েছে। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্রিজ নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। ১১টি পিলারের ওপর ব্রিজের স্টিল প্লেট স্থাপন করা হবে। প্লেট তৈরির কাজ চট্টগ্রামের একটি ওয়ার্কশপে চলমান রয়েছে। ১১টি পিলারের মধ্যে ইতোমধ্যে ৫টি পিলারের বেজ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। যা মূল কাজের ২৫ থেকে ৩০ শতাংশ। বাকি পিলারগুলোর বেজ ঢালাইয়ের কাজ দ্রুতই সম্পন্ন হবে।

ব্রিজটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ৩ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা পাস হয়েছে।

সওজ সূত্রে জানা যায়, খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য তাগিদ দিয়ে আসছিল। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবরও ডিও লেটার দেন। স্থানীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য ডিও লেটার দেন। এরই পরিপ্রেক্ষিতে খুলনা সওজ ওই স্থানে ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য গত বছরের শেষের দিকে পরিকল্পনা গ্রহণ করে।

খুলনা সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ জানান, হানিফ ফ্লাইওভার থেকে নেমে প্রথম যে ফ্লাইওভারটা নৌকার মতো ঠিক সেই আদলে এ ফুটওভার ব্রিজটি হবে। ব্রিজটিতে এসটিলেটর ব্যবহারের ফ্যাসালিটি রাখা হয়েছে।

তিনি বলেন, ব্রিজটি হবে খুবই দৃষ্টিনন্দন। ব্রিজটি নির্মিত হলে দুর্ঘটনা রোধসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীসহ সাধরণ পথচারীরা ফুটওভার ব্রিজ দিয়ে অবাধে চলাচল করতে পারবেন। কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত সময় ৩০ ডিসেম্বরের মধ্যে ফুট ওভার ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আশিক-উর-রহমান বলেন, ব্রিজটি নির্মাণ হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থা অনেকটা পরিবর্তন ঘটবে ও শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবে। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এমন একটি ব্যবস্থা দেখতে চাই, ব্রিজটি যেন জনসেবায় ব্যবহৃত হয়, জনগণের জন্য কোনো ভীতিকর পরিবেশ তৈরি না করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ছয় ঘণ্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

মেঘনার তীরে দেখা মিলল রাসেল ভাইপারের, অতঃপর...

স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রী নিহত

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাভারে ব্যাপক গণসংযোগ

খেলাধুলা চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত জাতি : আমিনুল হক

বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠিত করা যাবে না : সাইফুল হক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহত

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়

শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

১০

দলে দলে ঘরে ফিরছে হাজারো গাজাবাসী

১১

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা

১২

রাজধানী থেকে বগুড়া শহর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৩

হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছে :  এ্যানি

১৪

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

রাবি প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগ

১৬

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

১৭

দেশের ৪০ শতাংশ নারী থাইরয়েডে আক্রান্ত!

১৮

‘এই পচা চালের ভাত কীভাবে খাব’

১৯

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন ওসি হাবিবুল্লাহ

২০
X