শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন শাবির ২ শিক্ষার্থী

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন শাবির ২ শিক্ষার্থী। ছবি : কালবেলা
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন শাবির ২ শিক্ষার্থী। ছবি : কালবেলা

আন্তর্জাতিক ইয়ুথ গণিত প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে ২টি স্বর্ণপদক, ৩টি সিলভার ও ৩টি ব্রোঞ্জ জিতেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান রাইসা ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম ফাইনাল রাউন্ডে ২০ পয়েন্টের মধ্যে ১৮ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক জিতেন।

এ ছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের সজিব দাস, আলভি মোল্লা, ২০২১-২২ শিক্ষাবর্ষের ইকতিদার মাহমুদ মাহিব সিলভার এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খন্দকার সানজিদা জান্নাত, ২০২১-২২ শিক্ষাবর্ষের যুবরাজ নাবিল রহমান ও তন্ময় ভৌমিক ব্রোঞ্জ অর্জন করেছে।

এবারের প্রতিযোগিতায় সুপারভাইজর ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান ও সার্বিক সমন্বয়ে ছিলেন গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জের অফিসিয়াল অ্যাম্বাসাডর আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ।

ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) প্রতি বছর এ ধরনের আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জের আয়োজন করে থাকে। এবারের ম্যাথ চ্যালেঞ্জে মোট ৯৮টি দেশের ৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষাগুলোর তত্ত্বাবধানে ছিলেন ১৩ শতাধিক শিক্ষক।

প্রতিযোগিতাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথমে কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে যারা উত্তীর্ণ হয়, তারা ৮ ইউরো রেজিস্ট্রেশন ফি দিয়ে প্রি-ফাইনালে অংশগ্রহণ করে। পরে প্রি-ফাইনালে যারা উত্তীর্ণ হয় তারা ফাইনাল রাউন্ডে অংশ নেন।

এবারের প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে মোট ১ হাজার আটশ শিক্ষার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে শাবিপ্রবির ৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। ফাইনাল রাউন্ডে মোট ২০টি প্রশ্নে ২০ পয়েন্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা থেকে অর্জিত পয়েন্টের ভিত্তিতে গোল্ড-সিলভার-ব্রোঞ্জ পদক দেওয়া হয়। ফাইনাল পরীক্ষা তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

স্বর্ণপদক পেয়ে ইসরাত জাহান রাইসা বলেন, ‘স্বর্ণপদক পেয়ে খুবই ভলো লাগছে। অনেক দিন পর আবারও শাবিপ্রবিতে স্বর্ণপদক এসেছে। আমি আশা করব, ভবিষ্যতে শাবিপ্রবি থেকে প্রতিযোগী আরও বৃদ্ধি পাবে।’

সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান বলেন, ‘প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়ে থাকে। আমার তত্ত্বাবধানে গত বছর ৯ জন শিক্ষার্থী পদক পেয়েছিল। এবার দুটি স্বর্ণপদকসহ মোট ৮ জন পদক পেয়েছেন যা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় অর্জন। ছাত্রছাত্রীদের দ্বারা আগামীতে আশা করি এই অর্জন আরও বৃদ্ধি পাবে। যার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়বে বলে মনে করি।’

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে গণিত বিভাগের শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ স্বর্ণপদক অর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপে জয়ের দেখা পেল বাংলাদেশ

ডিভোর্স লেটার পেয়ে যুবকের কাণ্ড

নুরের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

থ্রি-কোয়ার্টার হাতাবিশিষ্ট জামা পরে নামাজ আদায় করলে কি সহিহ হবে?

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে দেখা যেতে পারে ক্রিকেটের নতুন নিয়ম

জাতীয় নির্বাচনের সময় আরও স্পষ্ট করলেন প্রেস সচিব

এবার নুরকে দেখে প্রতিক্রিয়া জানালেন শিবির সভাপতি

নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে : প্রেস সচিব

শেখ হাসিনার অত্যাচার দেশকে ধ্বংস করে দিয়েছে : এ্যানি

কুমিল্লা মহাসড়ক অবরোধ

১০

নুরের ওপর হামলা সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ : অ্যাটর্নি জেনারেল

১১

মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

১২

পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়

১৩

তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেন (রহ.) আর নেই

১৪

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা : ইউটিএল

১৫

প্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি : টুকু

১৬

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

১৭

জরুরি বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

১৮

নুরের খোঁজ নিলেন ড. মঈন খান

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

২০
X