শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন শাবির ২ শিক্ষার্থী

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন শাবির ২ শিক্ষার্থী। ছবি : কালবেলা
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন শাবির ২ শিক্ষার্থী। ছবি : কালবেলা

আন্তর্জাতিক ইয়ুথ গণিত প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে ২টি স্বর্ণপদক, ৩টি সিলভার ও ৩টি ব্রোঞ্জ জিতেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান রাইসা ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম ফাইনাল রাউন্ডে ২০ পয়েন্টের মধ্যে ১৮ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক জিতেন।

এ ছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের সজিব দাস, আলভি মোল্লা, ২০২১-২২ শিক্ষাবর্ষের ইকতিদার মাহমুদ মাহিব সিলভার এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খন্দকার সানজিদা জান্নাত, ২০২১-২২ শিক্ষাবর্ষের যুবরাজ নাবিল রহমান ও তন্ময় ভৌমিক ব্রোঞ্জ অর্জন করেছে।

এবারের প্রতিযোগিতায় সুপারভাইজর ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান ও সার্বিক সমন্বয়ে ছিলেন গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জের অফিসিয়াল অ্যাম্বাসাডর আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ।

ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) প্রতি বছর এ ধরনের আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জের আয়োজন করে থাকে। এবারের ম্যাথ চ্যালেঞ্জে মোট ৯৮টি দেশের ৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষাগুলোর তত্ত্বাবধানে ছিলেন ১৩ শতাধিক শিক্ষক।

প্রতিযোগিতাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথমে কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে যারা উত্তীর্ণ হয়, তারা ৮ ইউরো রেজিস্ট্রেশন ফি দিয়ে প্রি-ফাইনালে অংশগ্রহণ করে। পরে প্রি-ফাইনালে যারা উত্তীর্ণ হয় তারা ফাইনাল রাউন্ডে অংশ নেন।

এবারের প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে মোট ১ হাজার আটশ শিক্ষার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে শাবিপ্রবির ৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। ফাইনাল রাউন্ডে মোট ২০টি প্রশ্নে ২০ পয়েন্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা থেকে অর্জিত পয়েন্টের ভিত্তিতে গোল্ড-সিলভার-ব্রোঞ্জ পদক দেওয়া হয়। ফাইনাল পরীক্ষা তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

স্বর্ণপদক পেয়ে ইসরাত জাহান রাইসা বলেন, ‘স্বর্ণপদক পেয়ে খুবই ভলো লাগছে। অনেক দিন পর আবারও শাবিপ্রবিতে স্বর্ণপদক এসেছে। আমি আশা করব, ভবিষ্যতে শাবিপ্রবি থেকে প্রতিযোগী আরও বৃদ্ধি পাবে।’

সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান বলেন, ‘প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়ে থাকে। আমার তত্ত্বাবধানে গত বছর ৯ জন শিক্ষার্থী পদক পেয়েছিল। এবার দুটি স্বর্ণপদকসহ মোট ৮ জন পদক পেয়েছেন যা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় অর্জন। ছাত্রছাত্রীদের দ্বারা আগামীতে আশা করি এই অর্জন আরও বৃদ্ধি পাবে। যার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়বে বলে মনে করি।’

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে গণিত বিভাগের শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ স্বর্ণপদক অর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে : ফায়ার সার্ভিস

গণভোট মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের

গাজার ফুটবল পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবার রেকর্ড

কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

চাকসু নির্বাচন / ছাত্রদলের এজিএস প্রার্থীকে সমর্থনে সরে দাঁড়ালেন এক প্রার্থী

মিরপুরে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

বিয়েতে বন্ধু না আসায় কবুল বলেনি বর

চাটুকারিতাকে যেভাবে পররাষ্ট্রনীতিতে রূপ দিলেন শেহবাজ শরিফ

১০

ব্যাংক কর্মকর্তাদের জন্য শরিয়াভিত্তিক হাউস-কার লোন চালুর পরামর্শ আহমাদুল্লাহর

১১

আগামীর নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ধর্ম উপদেষ্টার

১২

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তার-কর্মচারীর বিরুদ্ধে মামলা

১৩

৪৯তম বিশেষ বিসিএসে অংশ নেননি ৪১ শতাংশ পরীক্ষার্থী 

১৪

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

১৫

কালবেলার সাংবাদিকের বাবার মৃত্যুতে দোয়া মাহফিল

১৬

জুলাই আন্দোলনে সামনের কাতারে ছিল তা’মীরুল মিল্লাতের ছাত্ররা : ভিপি সাদিক

১৭

রাকিবের গোলে হংকংয়ের মাঠে বাংলাদেশের ড্র

১৮

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি কর্মীর মৃত্যু

১৯

হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

২০
X