শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন শাবির ২ শিক্ষার্থী

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন শাবির ২ শিক্ষার্থী। ছবি : কালবেলা
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন শাবির ২ শিক্ষার্থী। ছবি : কালবেলা

আন্তর্জাতিক ইয়ুথ গণিত প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে ২টি স্বর্ণপদক, ৩টি সিলভার ও ৩টি ব্রোঞ্জ জিতেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান রাইসা ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম ফাইনাল রাউন্ডে ২০ পয়েন্টের মধ্যে ১৮ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক জিতেন।

এ ছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের সজিব দাস, আলভি মোল্লা, ২০২১-২২ শিক্ষাবর্ষের ইকতিদার মাহমুদ মাহিব সিলভার এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের খন্দকার সানজিদা জান্নাত, ২০২১-২২ শিক্ষাবর্ষের যুবরাজ নাবিল রহমান ও তন্ময় ভৌমিক ব্রোঞ্জ অর্জন করেছে।

এবারের প্রতিযোগিতায় সুপারভাইজর ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান ও সার্বিক সমন্বয়ে ছিলেন গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জের অফিসিয়াল অ্যাম্বাসাডর আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ।

ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ (আইওয়াইএমসি) প্রতি বছর এ ধরনের আন্তর্জাতিক ম্যাথ চ্যালেঞ্জের আয়োজন করে থাকে। এবারের ম্যাথ চ্যালেঞ্জে মোট ৯৮টি দেশের ৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষাগুলোর তত্ত্বাবধানে ছিলেন ১৩ শতাধিক শিক্ষক।

প্রতিযোগিতাটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথমে কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে যারা উত্তীর্ণ হয়, তারা ৮ ইউরো রেজিস্ট্রেশন ফি দিয়ে প্রি-ফাইনালে অংশগ্রহণ করে। পরে প্রি-ফাইনালে যারা উত্তীর্ণ হয় তারা ফাইনাল রাউন্ডে অংশ নেন।

এবারের প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে মোট ১ হাজার আটশ শিক্ষার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে শাবিপ্রবির ৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। ফাইনাল রাউন্ডে মোট ২০টি প্রশ্নে ২০ পয়েন্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা থেকে অর্জিত পয়েন্টের ভিত্তিতে গোল্ড-সিলভার-ব্রোঞ্জ পদক দেওয়া হয়। ফাইনাল পরীক্ষা তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।

স্বর্ণপদক পেয়ে ইসরাত জাহান রাইসা বলেন, ‘স্বর্ণপদক পেয়ে খুবই ভলো লাগছে। অনেক দিন পর আবারও শাবিপ্রবিতে স্বর্ণপদক এসেছে। আমি আশা করব, ভবিষ্যতে শাবিপ্রবি থেকে প্রতিযোগী আরও বৃদ্ধি পাবে।’

সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান বলেন, ‘প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে আন্তর্জাতিক ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ অনুষ্ঠিত হয়ে থাকে। আমার তত্ত্বাবধানে গত বছর ৯ জন শিক্ষার্থী পদক পেয়েছিল। এবার দুটি স্বর্ণপদকসহ মোট ৮ জন পদক পেয়েছেন যা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় অর্জন। ছাত্রছাত্রীদের দ্বারা আগামীতে আশা করি এই অর্জন আরও বৃদ্ধি পাবে। যার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়বে বলে মনে করি।’

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে গণিত বিভাগের শিক্ষার্থী আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ স্বর্ণপদক অর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু সাদকা করলেন কায়কোবাদ 

৫০০ রিকশাচালককে নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন

সবুজের টার্গেট ওমান প্রবাসীদের লাশ

খাঁচায় ফেরানো হলো মিরপুর চিড়িয়াখানার সিংহটিকে

৮ দলের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির

তপশিল-নির্বাচন নিয়ে ইসির সতর্কবার্তা

জামায়াত রাজাকার সৃষ্টি করেছে : কাজী আলাউদ্দিন

ভারত চাইলে নিরবচ্ছিন্ন তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া : পুতিন

মোবাইলে ফুটবল বিশ্বকাপের ড্র দেখবেন যেভাবে

মিরপুর চিড়িয়াখানায় যেভাবে খাঁচা থেকে বের হয় সিংহটি

১০

ডাকাতিকালে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

ত্রুটিপূর্ণ ভবন নির্মাণে রাজউকের দায় আছে : চেয়ারম্যান

১২

ফান্ড পেলে বন্ধ চিনিকল চালু করা হবে : শিল্প উপদেষ্টা 

১৩

৮ গোলের ম্যাচে ৭ গোল হজম আর্জেন্টিনার

১৪

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসদাইর কবরস্থান মসজিদে দোয়ার আয়োজন

১৫

৬১ হাজার টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ ভিড়ল চট্টগ্রামে 

১৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১০ শিক্ষার্থীসহ দগ্ধ ১৯

১৭

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালাল সিংহ

১৮

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

১৯

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ৪২ দল, বাকি আরও ছয়

২০
X