চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের উদ্যোগে ‘স্থাপত্য উৎসব ২০২৩’ উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে শোভাযাত্রার মাধ্যমে আয়োজনটি শুরু হয়। এরপর দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উৎসবের উদ্বোধন অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ।
দুপুর ২টায় ছিল স্থাপত্য প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এরপরই শুরু হয় স্থাপত্যবিষয়ক সেমিনার। সেমিনারে দেশের বরেণ্য স্থপতিরা প্রবন্ধ উপস্থাপন করেন। বিকাল ৪টায় বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বিকাল ৫টা থেকে উৎসবের পরবর্তী অংশে ছিল পিঠা উৎসব, ফানুস উত্তোলন, প্রদীপ সন্ধ্যা এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
মন্তব্য করুন