যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা হলেন একসঙ্গে ৭ যবিপ্রবিয়ান

যবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ৭ যবিপ্রবিয়ান। ছবি : সংগৃহীত
যবিপ্রবিতে শিক্ষক-কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ৭ যবিপ্রবিয়ান। ছবি : সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৫ জন মেধাবী শিক্ষার্থী একসঙ্গে যবিপ্রবিতে নিজ নিজ বিভাগে শিক্ষক (লেকচারার) হিসেবে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আরও ২ জন শিক্ষার্থী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন।

লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিজেন্ট বোর্ডের সভার (৯ ডিসেম্বর) মাধ্যমে তারা যোগাদানের জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন।

একসাথে ৫ জন শিক্ষক ও ২ জন কর্মকর্তা নিজ বিশ্ববিদ্যালয়ে যোগদান করায় যবিপ্রবিয়ানরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জানিয়েছেন নিজেদের মেধার স্বাক্ষর রেখেই তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি মনে করেন, আগামীতেও সকল সেক্টরে যবিপ্রবিয়ানরা তাদের মেধার স্বাক্ষর রেখে দেশের প্রতিনিধিত্ব করবেন। এদিকে নিয়োগপ্রাপ্তরাও বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে পেরে বেশ উচ্ছ্বসিত।

বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো প্রোডাক্ট প্রেসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুল আলম ও মোছা. শারমিন আক্তার এপিপিটি বিভাগে, ইমান আলী ও ফাতেমা তুজ জোহরা মুক্তা স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগে এবং আসমা আক্তার জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ফার্মেসি বিভাগে প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া হিসাব কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী জাকি ফেরদাউস এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের শিক্ষার্থী শামস্ ইকবাল।

নবনিযুক্ত প্রভাষক আশরাফুল আলম বলেন, আমার বাবা একজন স্কুলের শিক্ষক ছিলেন, সে জন্য পেশা হিসেবে শিক্ষকতা আমার ও আমার পরিবারের স্বপ্ন ছিল। সৃষ্টিকর্তার প্রতি প্রথমেই শুকরিয়া জানাই, আমি আমার পরিবারের স্বপ্নপূরণ করতে পেরেছি। নিজ বিভাগে অধ্যয়ন শেষ করে, শিক্ষক হিসেবে যোগদান করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমার সকল শিক্ষকরা, পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যারা আমাকে এই অবস্থানে ‌আসতে সাহায্য করেছেন। সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।

নবনিযুক্ত প্রভাষক শারমিন আক্তার বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করতে পেরেছি। আমি খুবই আনন্দিত যে আমার আব্বু আম্মুর স্বপ্ন পূরণ করতে পেরেছি। শুরু থেকেই আমার শ্রদ্ধেয় শিক্ষকদের কাছ থেকে অনেক বেশি স্নেহ ও অনুপ্রেরণা পেয়েছি। নিজের বিভাগ হওয়ায় শিক্ষকদের কাছ থেকে আরও বেশি শেখার ও জানার সুযোগ হলো। আমার সফলতার জন্য সৃষ্টিকর্তার পর আমার পরিবার ও আমার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনে যাতে ভালোভাবে কাজ করতে পারি এবং এগিয়ে যেতে পারি সবার কাছে দোয়া প্রার্থী।

অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার হিসেবে নিয়োগ পেয়ে শামস্ ইকবাল বলেন, চাকরির সুযোগটা আমার নিজের জন্মস্থান যশোরে, নিজের জেলা যশোরে, নিজেরই বিশ্ববিদ্যালয়ে, আমারই প্রিয় শিক্ষকদের সান্নিধ্যে, আমার প্রিয় সহপাঠী বন্ধুর সঙ্গে। এর থেকে ভালো কোনো সুযোগ আর হয় বলে আমার মনে হয় না। এ জন্য আমি আল্লাহ তায়ালার শুকরিয়া জানাই এবং আমার পরিবার, বিশ্ববিদ্যালয়, শিক্ষক, সহপাঠী, কর্মকর্তা-কর্মচারী এবং দেশের প্রতি খুবই কৃতজ্ঞ এবং চিরঋণী। আমি আমার বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করব।

এ বিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমি অনেক খুশি আমার ছাত্রদের যোগ্যতা নিয়ে। তারা সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে প্রতিযোগিতা করে নিজেদের অবস্থান তৈরি করে নিচ্ছেন। প্রতিনিটি বোর্ডে কমপক্ষে তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকেন সেখানে তারা নিজ যোগ্যতায় নিজেদের প্রমাণ করে নিয়োগ পেয়েছেন। তারা যবিপ্রবিয়ান হিসেবে নয় তারা লিখিত, ভাইবা সহ সকল পরীক্ষায় নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে এখানে নিজ যোগ্যতায় নিয়োগ পেয়েছে। তাদের আগামীর জন্য শুভকামনা জানাচ্ছি আমি বিশ্বাস করি তারা যেখানে যাবে সেখানে যাবে সেখানেই সেরা হবে, সেরাটা দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিলামে অংশ নিলেও ক্রিকেটার কেনার ইচ্ছে নেই এই ফ্র্যাঞ্চাইজির

তিন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল

শীতে কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে, এই ৪ নিয়ম মানলে বিপদ এড়ানো সম্ভব

ভূমিকম্পে হতাহতদের দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক 

ভূমিকম্পে হতাহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

বালুর ট্রাকে লুকানো ছিল ৫ কোটি টাকার ভারতীয় পণ্য, অতঃপর...

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ খালেদা জিয়ার 

অতীত ভাবার বিষয় নয়, উন্নয়নের রাজনীতি করতে চাই : বাবর

সাদমান-জয়ের ফিফটিতে চালকের আসনে বাংলাদেশ

বড় ভূমিকম্পের আগাম বার্তা

১০

পানি পানে এই ৪ ভুল করছেন? হতে পারে ভয়াবহ বিপদ

১১

একাত্তরে স্বপ্নে দেখা সোনার বাংলাদেশ গড়তে চাই : শামীম সাঈদী

১২

দুবাই এয়ারশোতে ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত

১৩

ভূমিকম্পে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

১৪

টানা ৩০ দিন প্রতি রাতে জিরা ভেজানো পানি পান করলে কী হয়?

১৫

যে মাত্রায় ভূমিকম্প হয়েছে তার তুলনায় ‘ইনজুরড’ বেশি : স্বাস্থ্য উপদেষ্টা

১৬

মোটরসাইকেল না দেয়ায় বাড়িতে পেট্রোল ও ককটেল বিস্ফোরণ যুবকের

১৭

পাকিস্তানে বয়লার বিস্ফোরণে ১৫ শ্রমিক নিহত

১৮

অ্যাশেজ সিরিজ : ১০০ বছরে এমন ঘটনা এবারই প্রথম ঘটল

১৯

আগামী নির্বাচনে ছাত্র-জনতা দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে : গোলাম পরওয়ার

২০
X