জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় উপাচার্যের বাসভবন সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম আমির ফয়সাল। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। অপরদিকে রিকশাটির মালিক বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের এক সাবেক ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোরিকশাচালক এক হাতে ইন্ডিকেটর মেরামত করছিলেন আর অন্য হাতে রিকশা চালাচ্ছিলেন। রিকশাটির হর্ন ও লাইট কিছুই ছিল না। ফলে সামনের কাউকে দেখতে পায়নি। এসময় রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়া এক শিক্ষার্থীকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। তখন উপস্থিত শিক্ষার্থীরা অটোরিকশাটি আটক করে নিরাপত্তা শাখায় হস্তান্তর করে।
আহত আমির ফয়সাল বলেন, আমি ভিসি স্যারের বাসভবনের সামনের রাস্তায় একেবারে সাইড দিয়ে হাঁটছিলাম। এ সময় পিছন থেকে একটি অটোরিকশা এসে আমার কোমরে সজোরে ধাক্কা দিলে শরীরের বেশ কয়েক জায়গায় গুরুতর আঘাত পাই।
তিনি আরও বলেন, নিরাপত্তা শাখা থেকে জানতে পারি অটোরিকশাচালক মাদকাসক্ত ছিল। তবে অটোরিকশার মালিক ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী হওয়ায় আমি কোনো লিখিত অভিযোগ করিনি। বিশ্ববিদ্যালয়ে রিকশা চলাচলের অনুমতি দেওয়ার সময় এসব ব্যাপার যাচাই করা দরকার।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, ওই অটোরিকশার মালিক আমাদের বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের সাবেক ছাত্রী। তিনি সশরীরে উপস্থিত হয়ে আহত ওই শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করেন। পরে আহত শিক্ষার্থীর সম্মতিতে আমরা অটোরিকশাটি ছেড়ে দিয়েছি।
মন্তব্য করুন