রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ৫০০টি। এর আগে বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় আবেদন প্রক্রিয়া শেষ হয়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্লা।
খাদেমুল ইসলাম মোল্লা বলেন, বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ৩টি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫৬ হাজার ৫০০টি। এর মধ্যে ‘এ’ (মানবিক) ইউনিটে ১ লাখ ৩০ হাজার, ‘বি’ (বাণিজ্য) ইউনিটে ৮৮ হাজার ৩০০ এবং ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। একজন শিক্ষার্থী একাধিক ইউনিটে আবেদন করতে পারেন। এ হিসেবে একক আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন। তবে এ সংখ্যা কিছুটা পরিবর্তন হতে পারে। কিছু আবেদনকারীর পেমেন্ট এখনও সম্পন্ন হয়নি।
প্রাথমিক আবেদন যাচাইবাছাই শেষে ২৬ জানুয়ারি থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। মোট চার দফায় এ আবেদন সম্পন্ন হবে। প্রাথমিক আবেদনকারীদের মধ্যে থেকে এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজারসহ বিভিন্ন কোটার আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন